Published : 01 May 2025, 02:11 PM
বাবা ও মেয়ের সম্পর্কের গল্পে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে দেখা যাচ্ছে ওয়েব ড্রামা ‘জোনাকী’।
শরাফ আহমেদ জীবনের রচনা ও নাহিদ হাসনাতের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, সালহা খানম নাদিয়া, আরিবা আহসান শ্রেষ্ঠা, নাদের চৌধুরী ও জাবেদ গাজী।
বিজ্ঞপ্তিতে পরিচালক জানিয়েছেন, এই ড্রামাটিতে ভালোবাসা আর সম্পর্কের সৌন্দর্যকে তুলে ধরা হয়েছে এক হৃদয়ছোঁয়া গল্পের মধ্য দিয়ে। যেখানে দেখানো হয়েছে টাকা বা সম্পত্তি নয়, জীবনের আসল সুখ লুকিয়ে থাকে ভালোবাসা, সহমর্মিতা ও আন্তরিক সম্পর্কের গভীরতায়।
হাসনাত বলেন, "এই সামাজিক গল্পটি দেখে দর্শকদের ভাবাবে সম্মান, ক্ষমা এবং সমাজের অদৃশ্য বৈষম্য নিয়ে।"
এই নাটকে দেখা গেছে একজন পরিশ্রমী বাবা গফুর মিয়া এবং তার মেয়ে জোনাকীর নির্মল সম্পর্ক। রিকশাচালক গফুর মিয়া আর্থিকভাবে স্বচ্ছল নন, কিন্তু তার জীবন ভরে আছে নিঃস্বার্থ ভালোবাসা ও আনন্দের ছোট ছোট মুহূর্তে।
তবে গল্প মোড় নেয় যখন গফুর মিয়া ও জোনাকীর জীবনে প্রবেশ করে অহংকার ও বৈষম্যের নির্মম বাস্তবতা।
নাটকের টাইটেল সং 'তুই যে জোনাকী' গানে কণ্ঠ দিয়েছেন শাফাত শামস। গানের কথা লিখেছেন ইহতেশাম দুর্জয়।