Published : 01 May 2025, 08:58 AM
মে দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন-বিটিভি ও দুরন্ত টিভিতে থাকছে বিশেষ নাটক ও সাংস্কৃতিক আয়োজন।
বিটিভিতে প্রচার হবে নাটক ‘জন হেনরী’। অন্যদিকে দুরন্ত টিভিতে থাকছে গণসংগীতনির্ভর নৃত্যানুষ্ঠান ‘নোঙ্গর তোল তোল’; যেখানে শিশু শিল্পীদের নৃত্য পরিবেশনায় শ্রমজীবী মানুষের লড়াইয়ের প্রতিচ্ছবি ফুটে উঠবে।
হেমাঙ্গ বিশ্বাসের গানের ছায়ায় ‘জন হেনরী’
বর্ণবাদ ও শ্রমিকদের নায্য পাওনার প্রেক্ষাপটকে ঘিরে বাংলাদেশ টেলিভিশনে নির্মিত হয়েছে নাটক 'জন হেনরী'।
বিজ্ঞপ্তিতে বিটিভি জানিয়েছে, মে দিবস উপলক্ষে গোলাম মোর্শেদের প্রযোজনায় নাটকটি প্রচার হবে বৃহস্পতিবার রাত ৯টায়।
শিল্পী হেমাঙ্গ বিশ্বাসের লেখা ও গাওয়া গান ‘নাম তার ছিল জন হেনরীর' ছায়া অবলম্বনে নাট্যকার জামিউর রহমান লেমন ১৯৮৫ সালে ‘জন হেনরী’ নামে একটি মঞ্চনাটক লিখেছিলেন। এ নাটকটিই এবার টিভি নাটকের আঙ্গিকে নাট্যরূপ দিয়েছেন তিনি।
‘জন হেনরী’ নাটকের শুটিং হয়েছে বিটিভির স্টুডিওতে।
একজন শ্রমিকের কাজের প্রতি একাগ্রতা ও অপরাজেয় মনোভাব ফুটে উঠেছে নাটকটিতে।
গল্পে দেখা যাবে জন হেনরী ও মেরী ম্যাকডেলিনের ভালোবাসা এবং একদল পাহাড় ভাঙা শ্রমিকের জীবন সংগ্রাম।
নাটকে অভিনয় করেছেন আসাদ, গাজী ফারুক, কবির আহমেদ, নাজিয়া ফারহা, হুমায়ূন কাবেরী, উত্তম অধিকারী, শাওন, রানা, লুনাসহ থিয়েটার অঙ্গনের শিল্পীরা।
দুরন্ত টিভিতে ‘নোঙ্গর তোল তোল’
মে দিবসে দুরন্ত টিভির বিশেষ আয়োজনে রয়েছে নৃত্যানুষ্ঠান ‘নোঙ্গর তোল তোল’।
এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সাথে নৃত্য পরিবেশন করবেন নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পীরা।
নৃত্যশিল্পীরা হলেন পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফাত, সাম্যদ্বীপ, রিমি, সিনথী ও তন্দ্রা।
‘নোঙর তোল তোল’ পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার।
দুরন্ত টিভিতে অনুষ্ঠানটি প্রচার হবে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায়।