Published : 03 May 2025, 12:52 AM
সীমান্তে মিয়ানমারের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের তৎপরতাকে হুমকি মনে করছেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
তিনি বলেন, “জিনিসের অস্তিত্ব থাকলে হুমকি থাকে। আমরা হুমকি মনে করবো না।”
শুক্রবার সন্ধ্যায় রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভার পর এক সাংবাদিকের প্রশ্নে স্বরাষ্ট্র সচিব এ কথা বলেন।
সীমান্তে মিয়ানমারের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের তৎপরতা ও দেশের ভিতর আরাকান বিভিন্ন গোষ্ঠীর লোকের জলকেলি উৎসব পালন করার খবর আসার বিষয়টি তুলে ধরে সে সাংবাদিক প্রশ্ন করেন।
জবাবে নাসিমুল গনি বলেছেন, “জিনিসের অস্তিত্ব থাকলে হুমকি থাকে। আমরা হুমকি মনে করবো না। বিভিন্ন রকমের সমস্যা আসবে সেগুলো আমাদের মোকাবিলা করতে হবে। আমরা সেভাবে মোকাবেলা করবো। ছোট জিনিসও বড় হতে পারে, আবার বড় জিনিসও ছোট হতে পারে। অতএব এখানে আমি কোন হুমকি দেখছি না।”
পরিবর্তিত পরিস্থিতিতে ভূমিকা পালনে জেলা পর্যায়ের সকল দপ্তর প্রধান ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্র সচিব সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে পুলিশের সেবা বন্ধ হয়েছিল। এতে পুলিশ বাহিনী পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। এখন তারা দায়িত্ব পালন করছে।
জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বরের বিষয়টি তুলে ধরে নাসিমুল গনি বলেন, “৯৯৯ এ ফোন করলে দেখবেন টেলিফোনে একজন সাড়া দিবেই এবং অ্যাকশন নেবে। এতগুলো বাচ্চা যে জীবন দিলো এটা আমাদেরও কষ্ট দেয়, পীড়া দেয়।”
মতবিনিময় সভায় জুলাই আন্দোলনের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। একই সাথে ইসলাম ধর্মের বিভিন্ন আয়াত ও তার ব্যাখা প্রদর্শনের মাধ্যমে সৎভাবে দায়িত্ব পালনের জন্য সকল সরকারি কর্মকর্তাদের নির্দেশনা দেন স্বরাষ্ট্র সচিব।
তবে মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম কিংবা দেশের আইন শৃঙ্খলা বিষয়ক কোনো আলোচনা হয়নি।