Published : 03 May 2025, 12:42 PM
নেত্রকোণার কলমাকান্দায় রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় পাঁচ বছরের এক শিশু মারা গেছে।
শনিবার সকাল পৌনে ৯টার দিকে নেত্রকোণা-কলমাকান্দা-সড়কের হীরাকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান কলমাকান্দা থানার এসআই মো. নজমূল হুদা।
নিহত শিশু আব্দুল্লাহ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার অনন্তপুর গ্রামের মো. আহাম্মদ হোসেনের ছেলে। মায়ের সঙ্গে হীরাকান্দায় নানার বাড়িতে বেড়াতে এসেছিল শিশুটি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই নজমূল জানান, সকালে শিশুটি হেটে তার নানা বাড়ির সামনে সড়ক পার হচ্ছিল। এ সময় বেপরোয়া গতিতে আসা ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় আব্দুল্লাহ।
পরে স্থানীয়রা ট্রাক ও তার চালককে আটক করে পুলিশে দেয়। ঘটনাস্থল থেকে চালককে থানায় নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ট্রাকচালকের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
থানায় দুর্ঘটনা পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছেও বলে জানালেন এসআই নজমূল।