Published : 02 May 2025, 10:22 PM
মামলা না নেওয়ার জেরে জামালপুরের বকশীগঞ্জ থানার ওসির সঙ্গে জেলা জজ আদালতের পিপি বিএনপি নেতার বচসার অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে; যেখানে তারা একে অন্যকে পদ থেকে ইস্তফা দিতে বলছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও ভাইরালের পর বিষয়টি নিয়ে শুক্রবার দুপুরে দলটির বকশীগঞ্জের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন পৌর বিএনপির সভাপতি আদালতের পিপি মোহাম্মদ আনিসুজ্জামান।
সেখানে তিনি ওসি খন্দকার শাকের আহমেদের বিরুদ্ধে এক বিএনপি নেতার মামলা না নেওয়ার অভিযোগ তোলেন।
এতে আনিসুজ্জামান বলেন, গত ২৬ এপ্রিল রাত ৯টায় বকশীগঞ্জ পৌরসভার চার রাস্তার বটতলা মোড়ে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলামের নেতৃত্বে বেশ কয়েকজন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির কোষাধ্যক্ষ ও জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতকে প্রকাশ্যে গালিগালাজ করেন।
সংবাদ সম্মেনে তিনি আরো বলেন, ওই ঘটনায় প্রতিবাদ করায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশিকুর রহমান তুলনকে বিএনপি নেতা নুরুল ইসলাম ও আওয়ামী লীগের দোসররা মিলে মারধর করে।
পরদিন তুলন সাবেক বিএনপি নেতা নুরুল ইসলামসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০-১৫ জনকে আসামি করে থানায় এজাহার দাখিল করেন।
কিন্তু এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত না করা নিয়ে গত ২৮ এপ্রিল ওসির সঙ্গে মোবাইল ফোনে পিপি মোহাম্মদ আনিসুজ্জামারের কথা কাটাকাটি হয়।
ফোনে একে অন্যের সঙ্গে বেশ বচসা হয়। এক মিনিট ২৩ সেকেন্ডের ওই অডিওর এক পর্যায়ে একজন অন্যজনকে পদ ছেড়ে দিতে বলতে শোনা যায়।
যদিও যোগাযোগ করা হলে এ ব্যাপারে কথা বলতে রাজি হননি বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ।
অন্যদিকে, মারধরের অভিযোগের বিষয়ে জানতে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।