Published : 03 May 2025, 10:35 AM
যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের কাছে ট্রাকের সঙ্গে একটি পর্যটকবাহী বাসের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার পূর্ব আইডাহোরের একটি মহাসড়কে ১৪ পর্যটক বহনকারী একটি বাস ও একটি চেভি পিকআপ ট্রাকের এ দুর্ঘটনায় আটজন আহত হয়েছেন।
পুলিশ বলছে, ‘আঘাতের তীব্রতার কারণে’ কয়েকজনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।
বিবিসি লিখেছে, সংঘর্ষের পর দুটি গাড়িতেই আগুন ধরে যায়।
আইডাহো রাজ্য পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় বাসে থাকা ছয়জন এবং ট্রাক চালক নিহত হয়েছেন। নিহতদের পরিচয় বা জাতীয়তা প্রকাশ করা হয়নি।
ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। যে পথে দুর্ঘটনা ঘটেছে, সেদিক দিয়ে পার্কে যাওয়া যায়। ওই পার্কে এখন পর্যটন মৌসুম চলছে।
এক পথচারীর তোলা ছবিতে দেখা যায়, ট্রাকের সামনের অংশের কাছে আগুনের শিখা ও ধোঁয়া উড়ছে।
যে প্রত্যক্ষদর্শী ছবিটি তুলেছেন, সেই স্থানীয় বাসিন্দা রজার মেরিল বলেছেন, তিনি যখন বাড়ি ফিরছিলেন, তখন দুর্ঘটনাটি দেখেন।
তিনি বলেন, দুটি গাড়িতেই আগুন লেগেছিল এবং পথচারীরা মহাসড়কের পাশে জীবিতদের সেবা দেওয়ার চেষ্টা করছিল।
“এটি একটি অত্যন্ত বিপজ্জনক মহাসড়ক, কারণ এটি ইয়েলোস্টোন জাতীয় উদ্যানের প্রধান ফটকে নিয়ে যায়। পথটি ভীষণ ব্যস্ত।”
জরুরি সেবার কর্মীরা যখন হতাহতদের চিকিৎসা এবং দুর্ঘটনাস্থল পরিষ্কার করছিলেন, তখন সাত ঘণ্টার জন্য ইয়েলোস্টোনের প্রবেশপথ থেকে প্রায় ১৬ মাইল (২৫ কিলোমিটার) পর্যন্ত সড়ক বন্ধ করে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, পরিবারের সদস্যদের জানানোর পর স্থানীয় করোনার অফিস নিহতদের নাম প্রকাশ করবে।
ইয়েলোস্টোন পার্ক আইডাহো, ওয়াইওমিং ও মন্টানা অঙ্গরাজ্যের প্রায় সাড়ে তিন হাজার বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত।
ন্যাশনাল পার্ক সার্ভিসের তথ্য অনুযায়ী, প্রতি বছর গড়ে ৪০ লাখ পর্যটক সেখানে ঘুরতে যায়, বেশিরভাগ দর্শনার্থী মে থেকে সেপ্টেম্বরের মধ্যের সময়কে বেছে নেন।