Published : 03 May 2025, 11:59 PM
শেরপুরের নালিতাবাড়ীতে ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালকের প্রাণ গেছে।
শনিবার রাত ৯টার দিকে উপজেলার ভাইটকামারী এলাকায় এ ঘটনায় পাঁচজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত কাজিম উদ্দিন কারুর (৪৫) বাড়ি নালিতাবাড়ীর গেরামারা গ্রামে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা বলেন, পাথর বোঝাই ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনার পর ট্রাক পালিয়ে যায়। থানায় মামলা হয়েছে।