Published : 05 May 2025, 10:48 AM
রাজশাহী রেলওয়ে স্টেশনের কাছে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী বিরতিহীন ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার সোয়া তিন ঘণ্টা পর আবার চলাচল শুরু হয়েছে।
সোমবার বেলা সোয়া ১০টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বলে রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার শহীদুল ইসলাম জানান।
এর আগে ভোর ৬টার দিকে বনলতা এক্সপ্রেস চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্য যাত্রা শুরু করে। ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনটির একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুত হয়।
এতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল বলেন, “ট্রেনটি প্ল্যাটফর্মে ঢোকার সময় হঠাৎ করেই বিকট শব্দ হয়। পরে দেখা যায়, চাকা ভেঙে বগি লাইনচ্যুত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।”
রেল কর্মীরা জ্যাক ব্যবহার করে বগিটি উদ্ধার করে। এরপর সকাল ১০টায় ট্রেনটি প্ল্যাটফর্মে নেওয়া হয় বলে তিনি জানান।