আইসিসি র্যাঙ্কিং
Published : 05 May 2025, 04:36 PM
গত এক বছরে টেস্টে ইংল্যান্ডের পারফরম্যান্স দারুণ উজ্জ্বল; ১২ টেস্টে আট জয়, চার সিরিজে জয় তিনটিতে। সাদা পোশাকে তাদের এই পারফরম্যান্সের প্রতিফলন পড়েছে র্যাঙ্কিংয়ে। বার্ষিক হালনাগাদে দক্ষিণ আফ্রিকা ও ভারতকে টপকে দুইয়ে উঠেছে তারা।
র্যাঙ্কিংয়ের বাৎসরিক হালনাগাদ সোমবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি। ২০২৪ সালের মে মাস থেকে দলগুলোর পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে শতভাগ, আগের দুই বছরের পারফরম্যান্স বিবেচনায় এসেছে শতকরা ৫০ ভাগ করে।
গত এক বছরে চারটি টেস্ট হেরেছে ইংল্যান্ড। সিরিজ হেরেছে কেবল পাকিস্তানের মাটিতে। এছাড়া ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে হারানোর পর ইংলিশরা সিরিজ জিতেছে নিউ জিল্যান্ডে।
র্যাঙ্কিংয়ের দুই ধাপ লাফ দেওয়া ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ১১৩। যথারীতি শীর্ষস্থান ধরে রাখা অস্ট্রেলিয়ার (১২৬) চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়ে তারা।
টেস্টে চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী অস্ট্রেলিয়া প্রতিযোগিতাটির এবারের চক্রেরও ফাইনাল খেলবে। সেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এক ধাপ নিচে নেমে প্রোটিয়ারা আছে তিনে, রেটিং পয়েন্ট ১১১।
লর্ডসে দুই দলের শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে আগামী ১১ জুন।
গত টেস্ট চ্যাম্পিয়নশিপের রানার্স-আপ ভারত (১০৫) র্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমে আছে চার নম্বরে। পরের স্থানগুলোয় নেই কোনো পরিবর্তন। ৯৫ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ড।
পরের পাঁচ স্থানে যথাক্রমে শ্রীলঙ্কা (৮৭), পাকিস্তান (৭৮), ওয়েস্ট ইন্ডিজ (৭৩), বাংলাদেশ (৬২) ও জিম্বাবুয়ে।
বর্তমানে ১০ দল নিয়ে করা হয় টেস্ট র্যাঙ্কিংয়ের তালিকা। র্যাঙ্কিংয়ে জায়গা পেতে পেলে আগামী ১২ মাসের মধ্যে আয়ারল্যান্ডকে আরও একটি টেস্ট খেলতে হবে। আর আফগানিস্তানকে এই তালিকায় জায়গা করে নিতে খেলতে হবে আরও তিনটি টেস্ট।