Published : 05 May 2025, 04:39 PM
কোনও চুক্তি না হলে টিকটকের সময়সীমা ১৯ জুনের পরেও বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আগেও এই সময়সীমা দুইবার বাড়িয়েছেন তিনি।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, চীনা কোম্পানি বাইটড্যান্স যদি তাদের জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের মার্কিন অংশ বিক্রি করতে না পারে তাহলে ১৯ জুনের পরেও সময়সীমা বাড়ানো হতে পারে।
আমেরিকান সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া রোববার প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, “আমি চাই এই চুক্তিটা হয়ে যাক। আমার হৃদয়ে টিকটকের জন্য একটু মিষ্টি জায়গা রয়েছে। কারণ আপনারা জানেন, তরুণদের মধ্যে ৩৬ পয়েন্ট ব্যবধানে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছি আমি। সেটা অনেক বড় ব্যাপার।”
তিনি আরও বলেছেন, “টিকটকের জন্য আমার হৃদয়ে একটু উষ্ণ জায়গাও রয়েছে।”
এর আগে, ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রে বন্ধ হয়েছিল টিকটক। কারণ এর আগের প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের ২৪ এপ্রিল ‘প্রটেকটিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভারসারি কন্ট্রোলড অ্যাপলিকেশন অ্যাক্ট’ নামের একটি বিলে সই করলে যুক্তরাষ্ট্রে হুমকির মুখে পড়ে টিকটক।
তবে বন্ধের ১২ ঘণ্টা পরেই আবার টিকটকে প্রবেশাধিকার ফিরে পেয়েছিলেন মার্কিন নাগরিকরা।
ট্রাম্প তার প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই এক নির্বাহী আদেশে সই করেন, যার মধ্যে ৭৫ দিনের জন্য টিকটকের ওপর নিষেধাজ্ঞা স্থগিত হয় এবং চার এপ্রিল আরও ৭৫ দিনের জন্য এই সময়কাল বাড়িয়েছেন ট্রাম্প।
এদিকে, ট্রাম্পের নতুন রাজস্ব নীতির জবাবে চীন বলেছে, চীনের ওপর ওই নীতি প্রয়োগ করলে টিকটক বিক্রির অনুমোদন মিলবে না।
রয়টার্স লিখেছে, টিকটকের ভবিষ্যৎ নির্ভর করছে চীন সরকারের অনুমতির ওপর। চীন যদি রাজি হয় তবে একটি নতুন মার্কিন মালিকানাধীন কোম্পানি টিকটক পরিচালনা করবে। যদি না হয় তবে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে পারে অ্যাপটি।