Published : 05 May 2025, 08:16 PM
দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট কোম্পানি শেলটেক বন্দরনগরী চট্টগ্রামের খুলশীতে তাদের নতুন কার্যালয় উদ্বোধন করেছে।
কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানিয়ে বলা হয়েছে, তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ করার উদ্দেশ্যেই নতুন এই কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শেলটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ সম্প্রদি নতুন এই কার্যালয় উদ্বোধন করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শেলটেক ইতোমধ্যে দুটি নতুন প্রকল্প—পাঁচলাইশে শেলটেক সাবের ‘মরিয়ম স্কয়ার' এবং দক্ষিণ খুলশীতে ‘শেলটেক হিল ভিউ' প্রকল্প হাতে নিয়েছে।
১৯৮৮ সালে প্রতিষ্ঠিত এ কোম্পানি ঢাকায় এপর্যন্ত ১৭০টিরও বেশি প্রকল্প সম্পন্ন এবং ৪ হাজার ১০০টির বেশি অ্যাপার্টমেন্ট হস্তান্তর করেছে।