Published : 04 May 2025, 08:47 PM
বাংলাদেশে ব্লাইন্ড বক্স স্টোর ‘মিনিসো’র (MINISO) উদ্বোধন হয়েছে।
সম্প্রতি গুলশানে এ উপলক্ষে বিপুল জনসমাগম হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এটি বিশ্বজুড়ে জনপ্রিয় ট্রেন্ড, যা প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে এলো।
সকল বয়সের মিনিসো অনুরাগীরা উদ্বোধনী অনুষ্ঠানে ভিড় জমান, যাতে তারা রহস্যময় ব্লাইন্ড বক্সে থাকা প্রিয় চরিত্রগুলো সংগ্রহ করতে পারেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিশ্বব্যাপী খ্যাতিমান লাইফস্টাইল ব্র্যান্ড মিনিসো। তাদের ব্লাইন্ড বক্স ধারণাটি এমন এক উৎসবের মাধ্যমে উপস্থাপন করে, যেখানে শুধু রহস্যময় আনবক্সিংয়ের আনন্দই নয় বরং বৈশ্বিক ইন্টেলেকচুয়াল প্রপার্টির (আইপি) সহযোগিতায় মিনিসোর শক্তিশালী অবস্থানও তুলে ধরা হয়।”
উদ্বোধনী ইভেন্টে প্রদর্শিত হয় নানা সংগ্রহ। যার মধ্যে ছিল পোকেমন, ডোরেমন, মাইনক্র্যাফ্ট, ওয়ান পিস, বিটি২১, কুরোমি, শিন-চ্যান, ফ্রোজেন, স্নুপি, পাওয়ারপাফ গার্লস, স্টিচ এবং আরও অনেক কিছু।
অতিথিদের দেওয়া হয় ফ্রি গুডি ব্যাগ, বিশেষ উদ্বোধনী ছাড়, ফটোবুথ অভিজ্ঞতা, পুরস্কার বিতরণ, এমনকি বিনামূল্যে প্লাশি উপহার।