Published : 03 May 2025, 07:47 PM
পোষা প্রাণীর স্বাস্থ্যের যত্নে বাজারে এসেছে অ্যাডোরা পেট শ্যাম্পু।
প্রাণ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান অ্যাডভান্স পার্সোনাল কেয়ার লিমিটেড (এপিসিএল) ‘অ্যাডোরা অ্যালো-ওটবাথ’ নামের এই শ্যাম্পু বাজারজাত করছে।
বৃহস্পতিবার ঢাকার গুলশানে একটি হোটেলে পণ্যটির মোড়ক উন্মোচন করা হয়।
এদিন ভেটেরিনারি চিকিৎসকদের নিয়ে পোষা প্রাণীর স্বাস্থ্যসেবা বিষয়ক একটি কর্মশালাও হয়েছে। সেখানে ‘বাংলাদেশ স্মল অ্যানিমেল ভেটেরিনারি অ্যাসোসিয়েশন’ এর সভাপতি মো রফিকুল ইসলামসহ ৫০ জন ভেটেরিনারি চিকিৎসক অংশ নেন বলে প্রাণ গ্রুপ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সিঙ্গাপুরভিত্তিক মাহা কেমিকেলের বাণিজ্যিক ও প্রযুক্তি বিভাগের প্রধান হং জিনকি ভিডিও কলে পোষা প্রাণীর স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেন কর্মশালায়।
এপিসিএল এর হেড অব বিজনেস অরুনাংশু ঘোষ বলেন, “বর্তমানে পেট শ্যাম্পুর বাজার বার্ষিক প্রায় ৯০ কোটি টাকা। এ ছাড়া এ বাজার প্রতিবছর ২০ শতাংশ হারে বাড়ছে। তাই সম্ভাবনায় এ খাতে আমরা বিনিয়োগ করছি এবং পোষা প্রাণীর স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন পণ্য বাজারে আনার চেষ্টা করছি।
“আমাদের পণ্য বিপণনের অন্যতম লক্ষ্য আন্তর্জাতিক বাজার বিশেষ করে উত্তর আমেরিকা ও ইউরোপের দেশসমূহ। এসব বাজারে পোষা প্রাণীর স্বাস্থ্যবিষয়ক পণ্যের চাহিদা সবচেয়ে বেশি।”
অনুষ্ঠানে এপিসিএলে হেড অব মার্কেটিং নয়ন চন্দ্র রয় উপস্থিত ছিলেন।