Published : 04 May 2025, 10:30 AM
ঢাকার সাভারে এক রঙ মিস্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
রোবার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকার জয়নাল মেম্বারের বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধারের খবর জানান সাভার মডেল থানার এএসআই ওবাইদুল ইসলাম।
নিহত ৩৪ বছর বয়সী শুকুর আলী সিকদার বিরুলিয়া সামাইর সিকদার পাড়া এলাকার গিয়াস উদ্দিন সিকদারের ছেলে।
আটক রবিউল এক সময় শুকুর আলীর সঙ্গে কাজ করতেন।
এএসআই বলেন, “এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে শুকুর আলীর লাশ উদ্ধার করা হয়। তার গলা ও মুখে অসংখ্য ক্ষতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শনিবার রাতের কোনো এক সময় তাকে কুপিয়ে হত্যার পর লাশটি ফেলে গেছে।
“তবে কে বা কারা কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানা যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার রবিউল ইসলামকে আটক করা হয়েছে।”
তিনি বলেন, “রবিউল ও শুকুর এক সময় একসঙ্গে রঙের কাজ করতো। তাদের দুজনের মধ্যে কাজ নিয়ে বিরোধ ছিল। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”