ইংলিশ ফুটবল
Published : 04 May 2025, 03:29 PM
শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা বোর্নমাউথের বিপক্ষে হার মানতে পারছেন না মিকেল আর্তেতা। ক্ষোভে ফুঁসছেন তিনি, একই অবস্থা তার দলেরও। আর এই ক্রোধকেই চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে পিএসজির বিপক্ষে কাজে লাগাতে দলকে তাগিদ দিয়েছেন আর্সেনাল কোচ।
ইউরোপ সেরার প্রতিযোগিতায় শেষ চারের ফিরতি লেগে আগামী বুধবার পিএসজির মাঠে খেলবে আর্সেনাল। লন্ডনে প্রথম লেগে ১-০ গোলে হেরে পিছিয়ে আছে তারা। ফাইনালে উঠতে জয়ের বিকল্প নেই তাদের সামনে।
গুরুত্বপূর্ণ পিএসজি ম্যাচের আগে বোর্নমাউথের বিপক্ষে হারের ধাক্কা খায় আর্সেনাল। শনিবার ঘরের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে হেরে যায় গানাররা।
আর্সেনালের জার্সিতে শততম ম্যাচ খেলতে নেমে ৩৪তম মিনিটে দলকে এগিয়ে নেন ডেক্লান রাইস। এই ব্যবধান ধরে রেখে প্রথমার্ধ শেষ করে দলটি। কিন্তু দ্বিতীয়ার্ধে পথ হারিয়ে ফেলে তারা। ৮ মিনিটের মধ্যে হজম করে দুই গোল। বোর্নমাউথের গোল দুটি করেন ডিন হাউসেন (৬৭তম মিনিট) ও এভানিলসন (৭৫তম মিনিট)।
ম্যাচটি জিতে আত্মবিশ্বাস নিয়ে প্যারিসে যেতে চেয়েছিল আর্সেনাল। কিন্তু তাদের সেই চাওয়া পূরণ হয়নি। ম্যাচ শেষে তাই হতাশা ঝরল আর্তেতার কণ্ঠে।
“বুধবার আমরা যা করতে চেয়েছিলাম, একটি ইতিবাচক ফলাফল সত্যিই সেই পথে সাহায্য করত। কিন্তু এখন আমরা প্রচুর ক্রোধ, রাগ, হতাশা ও বাজে একটা অনুভূতির জন্ম দিলাম।”
“সুতরাং আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে, এই ক্ষোভ বুধবার প্যারিসে দুর্দান্ত পারফরম্যান্স করতে, ম্যাচটি জিততে এবং ফাইনালে উঠতে কাজে লাগাব।”
লিগে ৩৫ ম্যাচে ১৮ জয় ও ১৩ ড্রয়ে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল। তাদের চেয়ে ৩ পয়েন্ট কম নিয়ে তিনে ম্যানচেস্টার সিটি। আগেই শিরোপা নিশ্চিত করা লিভারপুলের ৩৪ ম্যাচ পয়েন্ট ৮২।
লিগের শিরোপা লড়াই শেষ হয়ে গেছে; কিন্তু আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের জায়গা পাওয়ার লড়াই এখনও বাকি। সেই চ্যালেঞ্জে ভালোভাবে এগিয়ে থাকলেও, বোর্নমাউথের বিপক্ষে হেরে সম্ভাবনাটাকে আরও জোরাল করতে পারল না আর্সেনাল।
আর্সেনাল কোচ আর্তেতাও তাই এখন নির্ভার হতে নারাজ। বললেন, এখনও অনেক কাজ বাকি তাদের।
“গাণিতিকভাবে আমরা (আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের জন্য) কোয়ালিফাই করতে পারিনি। আমরা এখনও দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করা নিশ্চিত করতে পারিনি। তাই আমাদের এখনও অনেক কিছু করার আছে।”