Published : 04 May 2025, 03:18 PM
নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলামের জন্য রাখা পুরাতন আসবাবপত্র ও মালামালের স্তুপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে হাসপাতালে বিদ্যুতের সাবস্টেশন ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় একঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল এবং জরুরি বিভাগের সেবা বন্ধ ছিল।
খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ।
২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ফরিদ উদ্দিন বলেন, হাসপাতালের জরুরি বিভাগের পেছনের দিকে অব্যবহৃত বেশকিছু আসবাবপত্র ও মালামাল স্তুপ করে রাখা হয়েছিল। সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে মালমালগুলো নিলামে বিক্রির প্রক্রিয়া চলছে।
এর মধ্যে রোববার সকাল ১১টার দিকে হঠাৎ সেখানে আগুন জ্বলতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
তিনি বলেন, আগুনে রোগীদের বেডের কিছু ফোম পুড়ে যায় এবং পাশে হাসপাতালের বিদ্যুতের সাব স্টেশনের কিছু তার পুড়ে যায়। যার কারণে হাসপাতালে একঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। এ সময় জরুরি বিভাগে সেবাদান বন্ধ রাখা হয়। এছাড়া আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ”
হাসপাতালে চিকিৎসা নিতে আসা কোনো রোগীর স্বজনের সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা তত্ত্বাবধায়ক ফরিদ উদ্দিনের।
নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
এদিকে খবর পেয়ে জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।