Published : 03 May 2025, 12:31 PM
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৮ কেজির কাতল মাছ। যা স্থানীয় মাছ ব্যবসায়ী কাছে বিক্রি হয়েছে ৫০ হাজার টাকায়।
শনিবার সকালে উপজেলার দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জেলে জালাল প্রামাণিকের জালে মাছটি ধরা পড়ে।
জালাল প্রামাণিক বলেন, ভোরে তিনিসহ কয়েকজন জেলে পদ্মা নদীতে মাছ শিকারে গিয়েছিলেন। নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেললেও মাছের দেখা মিলছিল না। পরে ফেরিঘাটের অদূরে মোহনায় জাল ফেলেন তারা।
কিছুক্ষণ পর জাল তোলার সময়ই বেশ কয়েকটি ঝাঁকিতেই বুঝতে পারেন বড় কিছু ধরা পড়েছে। পরে জাল নৌকায় তুলে দেখেন বিশাল কাতল মাছ ।
দৌলতদিয়া মৎস আড়তের স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, সকালে জালাল প্রামাণিক মাছটি দৌলতদিয়া ঘাটের বিসমিল্লাহ মাছের আড়তে নিয়ে আসেন। ওজন দিয়ে দেখা যায় মাছটির ওজন ২৮ কেজি।
“পরে সেখানে উন্মুক্ত নিলামে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৫০ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে নিই।”
মাছটি ফেরি ঘাটের পল্টুনের সঙ্গে বেধে রাখা হয়েছে। মোবাইলে বিভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে, কেজি প্রতি ৫০ বা ১০০টাকা বেশি দাম পেলেই মাছটিকে বিক্রি করা হবে- বলেন এই মাছ ব্যবসায়ী।