Published : 04 May 2025, 03:35 PM
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোবাবার বেলা ১১টার দিকে উপজেলার দিগনগর ইউনিয়নের পদ্মকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
মুকসুদপুর উপজেলার সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই আলমগীর হোসেন ওই কৃষকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
নিহত শহিদ মুন্সি (৬০) পদ্মকান্দা গ্রামের সমীর মুন্সির ছেলে।
এসআই বলেন, “সকালের দিকে শহিদ মুন্সি বাড়ির পাশের একটি জমিতে ধান কাটতে যান। এ সময় সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।”