Published : 04 May 2025, 08:57 PM
মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ ‘মায়ের মায়ায় ম্যাজিকাল মোমেন্ট’ ক্যাম্পেইন শুরু করেছে।
এতে মায়ের সঙ্গে স্মরনীয় মুহূর্তের ছবি আর গল্প বিকাশ-এর সাথে শেয়ার করে, মাকে নিয়ে তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সঙ্গে ফাইভ স্টার হোটেলে ডিনার করা যাবে।
রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, বিজয়ী ২০ জন সন্তান এ সুযোগটি পাবেন।
এ বছরের মা দিবস উপলক্ষে ‘মায়ের মায়ায় ম্যাজিকাল মোমেন্ট’ ক্যাম্পেইনে মা-সন্তানের চিরন্তন ভালোবাসার বন্ধনের মুহূর্ত উদযাপনে বিকাশ আয়োজনটি করছে।
আগামী ১১ মে পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে অংশ নিতে বিকাশ পেমেন্টে ন্যূনতম ৫০০ টাকার কেনাকাটা করতে হবে।
কেনাকাটার পর বিকাশ এর ওয়েবসাইট বা ভেরিফায়েড ফেইসবুক পেইজে https://momentswithmaa.com/- ক্লিক করে মায়ের সাথে ছবি এবং গল্প আপলোড করতে হবে।
এসময় প্রতিযোগীর নাম এবং বিকাশ নম্বর লিখে ক্যাম্পেইনের শর্তগুলো পড়ে তা অগ্রসর হতে হবে। অংশগ্রহণকারীর দেওয়া ইমেইল আইডিতে একটি ওয়ান টাইম কোড পাঠানো হবে। সেই ওটিপি দিয়ে সাবমিট শেষ করতে হবে।
ওয়েবসাইটে জমা দেওয়া গল্প ও ছবির ভিত্তিতে ২০ জনকে নির্বাচিত করবেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এছাড়া শর্ত পূরণ করে ক্যাম্পেইনে অংশ নেওয়া প্রত্যেক গ্রাহক ১০০ টাকার ডিসকাউন্ট কুপন পাবেন, যা নির্দিষ্ট মার্চেন্ট শপে ন্যূনতম এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে উপভোগ করতে পারবেন তারা।