Published : 04 May 2025, 03:05 PM
কসমেটিকস, স্কিন কেয়ার ও হোম কেয়ার পণ্য উৎপাদনকারী কোম্পানি ‘রিমার্ক এইচবি লিমিটেডের' কারখান ঘুরে দেখেছেন শিল্প সচিব মো. ওবায়দুর রহমান।
রোববার রিমার্ক এইচবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রী উৎপাদন, মান নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও সামগ্রিক ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি দেখে তিনি ‘সন্তোষ প্রকাশ’ করেন।
শনিবার মুন্সিগঞ্জের গজারিয়ায় রিমার্ক এইচবি লিমিটেডের কারখানায় যান শিল্প সচিব। এ সময় তিনি শিল্পের বিকাশে দেশে উৎপাদিত পণ্য বেশি হারে ব্যবহারের আহ্বান জানান।
ওবায়দুর রহমান বলেন, “নিজ দেশে উৎপাদিত পণ্যের ব্যবহার বাড়লে আরো নতুন শিল্পের বিকাশ হবে। উদ্যোক্তারা দেশে বেশি করে বিনিয়োগে আগ্রহী হবেন। এতে নিজেদের প্রয়োজন মিটিয়ে বিদেশেও পণ্য রপ্তানি করা যাবে, যা থেকে বিপুল বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে।”
দেশীয় শিল্পের বিদ্যমান সংকট ও সমস্যা সমাধানে শিল্প মন্ত্রণালয় প্রয়োজনীয় সব কিছুই করবে বলে তিনি আশ্বাস দেন।
যেসব বিষয় শিল্প মন্ত্রণালয়ের আওতার বাইরে, বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট, সেসব বিষয়ও আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলেন শিল্প সচিব।
সকালে তিনি রিমার্ক এইচবির কারখানায় পৌঁছালে কোম্পানির চেয়ারম্যান এস এম আশরাফুল আলমসহ কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া রিমার্কের কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে শিল্প সচিবকে ব্রিফ করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
পরে সচিব রিমার্কের উৎপাদন প্রক্রিয়া ঘুরে দেখেন। তিনি ল্যাবরেটরি, প্যাকেজিং ফ্লোর, কাঁচামাল স্টোরেজ এর স্থান, মোল্ড তৈরির অংশে যান। পণ্য উৎপাদনে রিমার্কের প্রক্রিয়া এবং মান দেখে তিনি ‘সন্তোষ প্রকাশ করেন’ বলে কোম্পানির ভাষ্য।
রিমার্ক এইচবির ভাইস চেয়ারম্যান সোনিয়া আক্তার, পরিচালক ফারিহা আলম প্রভা, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম ও গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. নুরুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।