Published : 04 May 2025, 06:16 PM
অনলাইন বিজ্ঞাপনে মার্কিন প্রযুক্তি কোম্পানি গুগল একচেটিয়া আধিপত্য বজায় রেখেছে– এ অভিযোগে অ্যান্টিট্রাস্ট মামলার বিচার সেপ্টেম্বরে শুরু হওয়ার কথা বলেছে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট আদালত।
এ মামলাটি হয়েছে এমন এক রায়ের পর, যেখানে আদালত বলেছে, গুগল অবৈধভাবে বিজ্ঞাপন বিনিময়কে তাদের প্রকাশক বিজ্ঞাপন সার্ভারের সঙ্গে সংযোগ করেছে। এর ফলে কেউ যদি গুগলের বিজ্ঞাপনের সফটওয়্যার ব্যবহার করেন, তবে তাকে কোম্পানিটি বাধ্য করছে বিজ্ঞাপন বিক্রির জন্য গুগলের নিজস্ব প্ল্যাটফর্মও ব্যবহার করতে।
গুগলের এ ব্যবস্থা বাজারে প্রতিযোগিতা কমিয়ে দিয়েছে, যা যুক্তরাষ্ট্রের আইনে অবৈধ।
গুগল ও ‘ডিপার্টমেন্ট অফ জাস্টিস’ বা ডিওজে-এর মধ্যে আলোচনার পর মার্কিন ডিস্ট্রিক্ট জাজ লিওনি ব্রিঙ্কেমা বিচার শুরুর এ তারিখ নির্ধারণ করেছেন বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
ডিওজে বলেছে, গুগল বাজারে অন্যায় আধিপত্য চালাচ্ছে। গুগলকে তার বিজ্ঞাপন প্রযুক্তির কিছু অংশ বিক্রির প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে তারা। যার মধ্যে রয়েছে, বিজ্ঞাপন বিনিময় ও প্রকাশক বিজ্ঞাপন সার্ভার, যা দিয়ে ওয়েবসাইটগুলো বিজ্ঞাপন চালায়।
সংস্থাটির এমন প্রস্তাবের বিরোধিতা করে গুগল বলেছে, ব্যবসার অংশ বিক্রি করবে না তারা, বরং কোম্পানির ‘কিছু আচরণে’ তারা পরিবর্তন আনতে পারে।
ডিওজে’র যুক্তি, গুগলের আধিপত্যপূর্ণ আচরণে অন্য কোম্পানি বাজারে ঠিকমতো প্রতিযোগিতা করতে পারছে না। এর ফলে পুরো ডিজিটাল বিজ্ঞাপন বাজার গুগলের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। ফলে প্রকাশক ও ব্যবহারকারীরা ক্ষতির মুখে পড়ছেন।