Published : 03 May 2025, 02:34 PM
বিশ্বখ্যাত চিপ নির্মাতা এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং এক দশকের মধ্যে প্রথমবারের মতো বেতন বাড়িয়েছেন।
মার্কিন ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’ বা এসইসিতে বৃহস্পতিবার জমা দেওয়া কোম্পানির নথির বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।
নথি অনুযায়ী, ২০২৪ অর্থবছরের তুলনায় হুয়াংয়ের মূল বেতন ৪৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ডলারে। নগদ বোনাস ৫০ শতাংশ বেড়ে হয়েছে ১০ লাখ ডলার। তবে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে শেয়ার পুরস্কারে—যার পরিমাণ এখন তিন কোটি ৮৮ লাখ ডলার। সব মিলিয়ে তার মোট বার্ষিক পারিশ্রমিক দাঁড়িয়েছে চার কোটি ৯৯ লাখ ডলারে।
হুয়াংয়ের বেতন বাড়ানোর বিষয়ে এনভিডিয়ার বেতন কমিটি বলেছে, অন্যান্য শীর্ষ নির্বাহীদের সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং অভ্যন্তরীণ বেতন কাঠামোর ভারসাম্য বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নথিতে উল্লেখ করা হয়, “গত ১০ বছরে এবারই প্রথম তার বেতন বৃদ্ধি করা হলো।”
গত দুই বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চাহিদা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় এনভিডিয়ার ব্যবসাও বেড়েছে বহুগুণ। কোম্পানিটি যে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট তৈরি করে, তা এখন ব্যবহার হচ্ছে আধুনিক এআই মডেল তৈরিতে এবং এ খাতের জটিল কাজ সামলাতে।
এনভিডিয়া জানিয়েছে, ২০২৫ অর্থবছরে তাদের আয় ১১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫০ কোটি ডলারে। ২০২২ সালের শেষ থেকে ২০২৩ সালের শেষ নাগাদ এনভিডিয়ার শেয়ারের দাম বেড়েছে নয় গুণেরও বেশি। কোম্পানির ৩.৫ শতাংশ শেয়ারের মালিক হুয়াংয়ের শেয়ার সম্পদের মূল্য এখন প্রায় ৯ হাজার ৪০০ কোটি ডলার।
নথিতে আরও বলা হয়েছে, ২০২৫ সালের জন্য হুয়াংয়ের ব্যক্তিগত নিরাপত্তা, পরামর্শ ফি ও ড্রাইভার পরিষেবা বাবদ বরাদ্দ ধরা হয়েছে ৩৫ লাখ ডলার, যা আগের বছরে ছিল ২২ লাখ।
এদিকে, আরেক প্রযুক্তি জায়ান্ট গুগলের এক নথিতে বলা হয়েছে, তাদের প্রধান নির্বাহী সুন্দার পিচাইয়ের নিরাপত্তা ও ভ্রমণ ব্যয় বাবদ গত বছর ৮২ লাখ ৭০ হাজার ডলার ব্যয় হয়েছে, যা আগের বছরের তুলনায় ২২ শতাংশ বেশি।