Published : 02 May 2025, 06:21 PM
ফোর্টনাইট নির্মাতা এপিক গেইমসের দায়ের করা মামলায় অ্যাপল ইচ্ছাকৃতভাবে আদালতের আদেশ লঙ্ঘন করেছে বলে রায় দিয়েছেন বিচারক। একইসঙ্গে অ্যাপলের এক শীর্ষ নির্বাহী আদালতে শপথ নিয়ে ‘ডাহা মিথ্যা সাক্ষ্য’ দিয়েছেন বলে রায়ে বলেছেন তিনি।
রায়ে বিচারক ইয়োভন গঞ্জালেজ রজার্স বলেছেন, বিষয়টি তিনি নর্দার্ন ডিসট্রিক্ট অফ ক্যালিফোর্নিয়ার মার্কিন অ্যাটর্নির কাছে পাঠিয়েছেন। তিনি তদন্ত করে দেখবেন এ বিষয়ে ফৌজদারি অপরাধে বিচার প্রক্রিয়া শুরু করা হবে কি না।
বুধবার দেওয়া আদেশে বিচারক আরও বলেন, অ্যাপল ঠিক কখন থেকে অ্যাপ স্টোরের বাইরে করা লেনদেনের ওপর ২৭ শতাংশ ফি আরোপের সিদ্ধান্ত নেয় সে বিষয়ে অ্যাপলের ভাইস প্রেসিডেন্ট অফ ফিন্যান্স অ্যালেক্স রোমান আদালতের কাছে মিথ্যা বলেছেন।
অ্যাপল এক বিবৃতিতে জানিয়েছে, তারা বিচারকের এই রায়ের সঙ্গে ‘দৃঢ়ভাবে দ্বিমত’ পোষণ করে, তবে আদালতের নির্দেশনা মেনে চলবে এবং রায়ের বিরুদ্ধে আপিল করবে।
২০২১ সালে দায়ের হওয়া মামলাটিতে এপিক গেইমস যুক্তি দিয়েছিল, অ্যাপলের অ্যাপ স্টোরের বিধিনিষেধ প্রতিযোগিতা পরিপন্থী এবং ব্যবহারকারীদের জন্য থার্ড পার্টির মাধ্যমে পেমেন্টের সুযোগ থাকা উচিত।
ওই মামলায় বিচারক গঞ্জালেজ রজার্স রায় দিয়েছিলেন, অ্যাপল কোনো অ্যাপ ডেভেলপারকে তাদের নিজস্ব ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে বিকল্প পেমেন্ট পদ্ধতি ব্যবহারে বাধা দিতে পারবে না।
তবে বুধবারের আদেশে বিচারক বলেন, অ্যাপল সেই নির্দেশের প্রয়োগে পদে পদে বাধা দিয়েছে এবং এমন ব্যবস্থা নিয়েছে যা প্রতিযোগিতা পরিপন্থী।
“অ্যাপল জানত তারা কী করছে এবং প্রতিটি ক্ষেত্রে তারা প্রতিযোগিতা এড়ানোর পথ বেছে নিয়েছে।”
বিচারক আরও বলেন, অ্যাপলের সিইও টিম কুক কোম্পানির এক নির্বাহী ফিল শিলারের পরামর্শ উপেক্ষা করে আদালতের আদেশ অমান্য করার সিদ্ধান্তে সম্মতি দেন। কুককে এতে ‘দূরদর্শিতা বর্জিত সিদ্ধান্ত’ নেওয়ার জন্য দায়ী করেন তিনি।
রায়ে বিচারক লিখেছেন, ক্রেতাদের বিকল্প পেমেন্ট পদ্ধতি ব্যবহার থেকে নিরুৎসাহিত করতে অ্যাপল নতুন বাধা এবং শর্ত আরোপ করেছে।
এদিকে, এক্স এক পোস্টে মামলার বাদী এপিক গেইমসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী টিম সুইনি বলেছেন, আগামী সপ্তাহে মার্কিন আইওএস অ্যাপ স্টোরে ‘ফোর্টনাইট’ গেইমটি ফিরিয়ে আনবে তার কোম্পানি।