Published : 04 May 2025, 03:08 PM
বড় অংকের জরিমানার মুখে নাইজেরিয়ায় ফেইসবুক বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা।
এর জেরে নাইজেরিয়ান ব্যবহারকারীরা ফেইসবুক ও ইনস্টাগ্রামের তাদের প্রবেশাধিকার হারাতে পারেন। কারণ, ফেইসবুকের মূল কোম্পানি মেটা বলেছে, নাইজেরিয়ার কর্তৃপক্ষের কাছ থেকে বড় অংকের জরিমানা ও ‘অবাস্তব ধরনের’ দাবির মুখে হচ্ছে পড়তে হচ্ছে কোম্পানিটিকে।
গত বছর দেশটির বিভিন্ন আইন ও বিধি লঙ্ঘনের দায়ে মার্কিন যোগাযোগ মাধ্যম জায়ান্টকে মোট ২৯ কোটি ডলারের বেশি জরিমানা করেছে নাইজেরিয়ার তিনটি নিয়ন্ত্রক সংস্থা।
সম্প্রতি দেশটির ‘আবুজা’ ফেডারেল হাইকোর্টে নাইজেরিয়ার নিয়ন্ত্রক সংস্থাগুলোর এমন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানোর চেষ্টা করেও মেটা ব্যর্থ হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
আদালতের নথিতে মেটা বলেছে, “নিয়ন্ত্রক সংস্থাগুলো এমন কঠোর পদক্ষেপ নিলে নাইজেরিয়ায় ফেইসবুক ও ইনস্টাগ্রাম সেবা বন্ধ করতে বাধ্য হবো।”
মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপের মালিকও মেটা। তবে বিবৃতিতে মেসেজিং পরিষেবাটির কথা উল্লেখ করেনি কোম্পানিটি।
জরিমানা পরিশোধের জন্য মেটাকে জুনের শেষ নাগাদ পর্যন্ত সময় দিয়েছে নাইজেরিয়ার উচ্চ আদালত।
এ বিষয়ে মেটার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে তার রূপরেখা দিতে বললেও কোনো সাড়া পায়নি বিবিসি।
নাইজেরিয়ার সবচেয়ে জনপ্রিয় সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম ফেইসবুক এবং দেশটির লাখ লাখ মানুষ তাদের প্রতিদিনের যোগাযোগ ও সংবাদ শেয়ার করার জন্য এটি ব্যবহার করেন। নাইজেরিয়ার অনেক ছোট অনলাইন ব্যবসায়ের জন্যও গুরুত্বপূর্ণ একটি টুল ফেইসবুক।
গত বছরের জুলাইয়ে মেটাকে তিনটি জরিমানা দিতে বলেছিল আদালত। এসব জরিমানার মধ্যে রয়েছে—
● প্রতিযোগিতাবিরোধী আচরণের অভিযোগে ফেইসবুককে ২২ কোটি ডলার জরিমানা করেছে দেশটির ‘ফেডারেল কম্পিটিশন অ্যান্ড কনজিউমার প্রোটেকশন কমিশন’ বা এফসিসিপিসি।
● অননুমোদিত বিজ্ঞাপনের দায়ে কোম্পানিটকে ৩ কোটি ৭৫ লাখ ডলার জরিমানা করেছে নাইজেরিয়ার বিজ্ঞাপন নিয়ন্ত্রক সংস্থা।
● নাইজেরিয়ান ‘ডেটা প্রোটেকশন কমিশন’ বা এনডিপিসি অভিযোগ করে বলেছে, ডেটা প্রাইভেসি আইন লঙ্ঘন করেছে মেটা। এজন্য তিন কোটি ২৮ লাখ ডলার জরিমানা করেছে সংস্থাটি।
এফসিসিপিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা আদামু আবদুল্লাহি বলেছেন, ২০২১ সালের মে থেকে ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে ডেটা কমিশনের সঙ্গে একযোগে পরিচালিত তদন্তে কোম্পানিটির বিরুদ্ধে “নাইজেরিয়ার ডেটা সংশ্লিষ্ট বিষয়ে ভোক্তাদের বিরুদ্ধে আক্রমণাত্মক অনুশীলন” প্রকাশ পেয়েছে। তবে এগুলো ঠিক কী ধরনের আচরণ বা চর্চা সে সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলেননি তিনি।
এদিকে, আদালতে জমা দেওয়া নথিতে মেটা বলেছে, তাদের ‘প্রাথমিক উদ্বেগের’ বিষয়টি হচ্ছে নাইজেরিয়ার ডেটা কমিশনের সঙ্গে, যেখানে সংস্থাগুলো কোম্পানিটির ডেটা প্রাইভেসি আইনের ‘ভুল ব্যাখ্যা’ করেছে বলে অভিযোগ করেছে মেটা।
কমিশনের দাবি, নাইজেরিয়া থেকে কোনও নাগরিকের ব্যক্তিগত তথ্য অন্য কোথাও পাঠানোর আগে মেটার আগে থেকে অনুমতি নেওয়া উচিত। আর এই শর্তটিকে ‘অবাস্তব’ বলে বর্ণনা করেছে মেটা।