Published : 03 May 2025, 10:55 AM
দারুণ সম্ভাবনাময় এক ক্যারিয়ারের পথচলায় দুই হাজার টি-টোয়েন্টি রান পূর্ণ করেছেন ভারদ্বাজ সাই সুদার্শান। তরুণ ক্রিকেটারের জন্য এটি উল্লেখযোগ্য অর্জন হলেও এমনিতে খুব বড় কিছু নয়। সুদার্শানকে দিয়ে ২০ ওভারের ক্রিকেটে দুই হাজার রান ছোঁয়া ব্যাটসম্যান এখন ৪৬৪ জন। তার পরও তার এই মাইলফলক হয়ে উঠছে চোখধাঁধানো। একটি জায়গায় যে তিনি অনন্য!
অবিশ্বাস্য হলেও সত্যি, টি-টোয়েন্টি ক্যারিয়ারে এখনও পর্যন্ত শূন্য রানের তেতো স্বাদ পাননি সুদার্শান। ২০ ওভারের ক্রিকেটের ইতিহাসে শূন্য ছাড়াই ২ হাজার রান করা প্রথম ব্যাটসম্যান তিনি।
গুজরাইট টাইটান্সের ব্যাটসম্যান শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে ২৩ বলে ৪৮ রানের ইনিংসের পথে দুই হাজার পেরিয়ে যান। অসাধারণ এই অর্জনও ধরা দেয় তার।
টি-টোয়েন্টিতে অন্তত দুই হাজার রান করা ব্যাটসম্যানের মধ্যে এতদিন সবচেয়ে কম শূন্য ছিল ভারতেরই ব্যাটসম্যান ভিরাট সিংয়ের। ঝারখান্ডের ২৭ বছর বয়সী এই ব্যাটসম্যানের রান এখন ২ হাজার ৪৩২। শূন্য রানে আউট হয়েছেন স্রেফ একবার। তবে শূন্য ছাড়া দুই হাজার করার আশা জাগালেও তিনি পারেননি তখন। ২০২১ সালের নভেম্বরে যখন শূন্য রানে আউট হলেন তিনি সৈয়দ মুশতাক আলি ট্রফির ম্যাচে, তার রান ছিল তখন ১ হাজার ৮৩৭।
শূন্যবিহীন যাত্রায় আরেকটি রেকর্ডের হাতছানি আছে সুদার্শানের সামনে। তবে এজন্য তাকে পাড়ি দিতে হবে এখনও বেশ অনেকটা পথ।
শূন্য ছাড়া ৫৪ ইনিংস খেলেছেন এখনও সুদার্শান। ভারতেরই আরেক ক্রিকেটার রাজাত পাজিওয়াল ৬৩ ইনিংস খেলে এখনও শূন্য রানে আউট হননি (এই অলরাউন্ডারের রান যদিও কেবল ১ হাজার ২৩১)।
শূন্য ছাড়া সবচেয়ে বেশি ইনিংসের রেকর্ডটি মার্ক বাউচারের। ৭৬ ইনিংস খেলে টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ হয়েছে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি কিপারের। একবারও আউট হননি শূন্য রানে (রান ১ হাজার ৩৭৮)।
শূন্যবিহীন টানা সবচেয়ে বেশি ইনিংস খেলার পথে তাই এখন বাউচারের দিকেই হয়তো চোখ থাকবে সুদার্শানের। রাজাত পালিওয়ালও এখনও খেলছেন। তিনিও এগোতে পারেন বাউচারকে ছাড়ানোর পথে।
আইপিএলে শুক্রবার সানরাইজার্সের বিপক্ষে ম্যাচটিতে দুই হাজার ছুঁয়ে আরও একটি দারুণ অর্জন হয়েছে সুদার্শানের। দ্রুততম ২ হাজার রান করা ভারতীয় ব্যাটসম্যান এখন তিনিই। ২৩ বছর বয়সী ক্রিকেটার ছাড়িয়ে গেছেন কিংবদন্তি সাচিন টেন্ডুলকারকে, যার লেগেছিল ৫৯ ইনিংস। বিশ্বরেকর্ডে সুদার্শানের ওপরে আছেন কেবল সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান শন মার্শ (৫৩ ইনিংস)।
ভারতের হয়ে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলা সুদার্শান এবারের আইপিএলে অসাধারণ ফর্মে আছেন। আসরের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০০ রান ছুঁয়েছেন তিনি এ দিন। টুর্নামেন্টের ১০ ম্যাচের পাঁচটিতেই করেছেন ফিফটি। আসরে তার গড় এখন ৫০.৪০, স্ট্রাইক রেট ১৫৪.১২।
তাকে ভবিষ্যতের তারকা মনে করা হচ্ছে অনেক দিন থেকেই। সাবেক অলরাউন্ডার ও কোচ রাভি শাস্ত্রি তো সম্প্রতি বলেই দিয়েছেন, সব সংস্করণেই সুদার্শানকে ভারতীয় দলে দেখতে চান তিনি। তরুণ এই ব্যাটসম্যানকে দেখে মুগ্ধতার শেষ নেই সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের সর্বকালের সেরাদের একজন বলে বিবেচিত জস বাটলারের।
এবারের আইপিএলে বাটলার নিজেও দারুণ ফর্মে আছেন। সুদার্শানের মাইলফলকের ম্যাচেও ইংলিশ ব্যাটসম্যান করেছেন ৩৭ বলে ৬৪ রান। তবে ম্যাচ শেষে তার কণ্ঠে স্তুতির জোয়ার তরুণ সতীর্থকে নিয়ে।
“সুদার্শানের মাথাটা দারুণ, খেলাটা বোঝে সে। আমি স্রেফ বিস্ময়ে উড়ে গেছি যে, সে কতটা ভালো। অনেক পরিশ্রম করে, নিজের খেলাটা বোঝে। এবার সে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়েছে এবং স্বীকৃতি তার প্রাপ্য।”