Published : 02 May 2025, 01:21 PM
মুস্তাফিজুর রহমানের এখন থাকার কথা ছিল সিলেটে। নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ সেখানেই। তবে এখন তিনি আছেন কয়েক দিনের ছুটিতে। শুরুতে ‘এ’ দলে রাখা হলেও পরে পারিপার্শ্বিকতা বিবেচনায় সরিয়ে নেওয়া হয়েছে অভিজ্ঞ বাঁহাতি পেসারকে। তার জায়গায় সুযোগ পেয়েছেন আরেক পেসার সৈয়দ খালেদ আহমেদ।
বাংলাদেশ-জিম্বাবুয়ে চট্টগ্রাম টেস্ট চলার সময় ‘এ’ দলে এই পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন, মুস্তাফিজকে ‘এ’ দলে রাখা হচ্ছে না।
“একটি পরিবর্তন আনা হয়েছে। ‘এ’ দলটা যখন বাছাই করা হয়েছিল, তখনও মুস্তাফিজ আসলে খুব বেশি ম্যাচ খেলেনি (ঢাকা প্রিমিয়ার লিগে)। পরে যেহেতু সুপার লিগে কয়েকটি ম্যাচ খেলেছে, তার ম্যাচ অনুশীলন হয়েছে বলেই মনে হয়েছে এবং অন্য কাউকে সুযোগ দেওয়ার কথা ভেবেছে (নির্বাচক কমিটি)।”
দেশের সবচেয়ে অভিজ্ঞ পেসার, যিনি আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন প্রায় ১০ বছর ধরে, তাকে ‘এ’ দলের রাখার ব্যাপারটিও ছিল বেশ কৌতূহল জাগানিয়া। মুস্তাফিজকে শুরুতে ‘এ’ দলে নেওয়া ও পরে বাইরে রাখার কারণ ব্যাখ্যা করলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন।
“এমন নয় যে আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞ তারকাদের ‘এ’ দলে খেলানো যাবে না। গত পাকিস্তান সফরের আগে কিন্তু মুশফিক, মুমিনুলের মতো অভিজ্ঞরা সেখানে ‘এ’ দলে খেলেছে প্রস্তুতির জন্য। কেউ চোট থেকে ফিরলে, ম্যাচ অনুশীলনের দরকার হলে বা পরিস্থিতি যদি দাবি করে, যে কেউ আসলে ‘এ’ দলে খেলতে পারে।”
“মুস্তাফিজ বেশ কিছুদিন খেলার বাইরে ছিল। ঢাকা প্রিমিয়ার লিগে শুরুতে ছিল না। পরে প্রথম ম্যাচ যেটি খেলেছে মোহামেডানের হয়ে, সেটিতে স্রেফ দুই ওভার বোলিং করেছিল। পরের ম্যাচে ৯ ওভার করেছে। ওই সময়টায় আমরা আসলে ‘এ’ দল নিয়ে কাজ করছিলাম। ঢাকা লিগে মুস্তাফিজ কতগুলি ম্যাচ খেলবে, কত ওভার বোলিং করবে, তখনও আমরা নিশ্চিত ছিলাম না।”
এই মাসেই পাকিস্তানে পাঁচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সফরের আগে মুস্তাফিজের প্রস্তুতি ও তার বোলিংয়ের কিছু দিক দেখার ব্যাপার ছিল বলেও জানালেন প্রধান নির্বাচক।
“নিউ জিল্যান্ডের ‘এ’ দলটিতে যথেষ্ট ভালো ক্রিকেটার আছে। আমাদের মনে হয়েছিল, পাকিস্তান সফরের আগে একটা চ্যালেঞ্জের মুখোমুখি সে হোক। সিলেটের উইকেটে, যেখানে বল খুব বেশি গ্রিপ করে না, সেখানে যদি সে তিনটি স্পেলে বোলিং করে, ওর জন্যও ভালো হতো। এই চিন্তা ভাবনা থেকেও ওকে রেখেছিলাম।”
তবে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে পরে আরও তিনটি ম্যাচ খেলেন মুস্তাফিজ। সব মিলিয়ে পাঁচ ম্যাচে ২৮ ওভার বোলিং করেন তিনি। উইকেট শিকার করেন পাঁচটি। ম্যাচ অনুশীলন কিছুটা তাই হয়ে গেছে তার।
চোটের কারণে মাঠের বাইরে থাকা তাসকিন আহমেদকে নিয়ে অনিশ্চয়তা আছে। সব মিলিয়ে ‘এ’ দলে খেলানোর চেয়ে মুস্তাফিজকে জাতীয় দলের ক্যাম্পে রাখাই উপযুক্ত মনে হয়েছে নির্বাচকদের কাছে। কোচ ফিল সিমন্স ও মুস্তাফিজের সঙ্গে বিস্তারিত আলোচনাও হয়েছে নির্বাচকদের।
মুস্তাফিজের বদলে খালেদকে দলে নেওয়ার প্রেক্ষাপটও তুলে ধরলেন প্রধান নির্বাচক।
“যখন জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খালেদকে না খেলানোর সিদ্ধান্ত হয়, তখন আমরা ওকে ‘এ’ দলে নিয়ে নেই। খালেদ যদি টেস্ট ম্যাচটিতে খেলত, তাহলে হয়তো মুস্তাফিজের বদলে অন্য কাউকে নিতাম। যেহেতু চট্টগ্রামে সে খেলেনি, আমরা তখন জানিয়ে দিয়েছি যে খালেদই খেলবে ‘এ’ দলে।”
সিরিজটি খেলতে নিউ জিল্যান্ড ‘এ’ দল চলে এসেছে বাংলাদেশে। একদিনের ম্যাচের সিরিজ শুরু সোমবার। পরের দুই ম্যাচ আগামী বুধবার ও ১০ মে। সবকটি ম্যাচই হবে সিলেটে। পরে দুটি আনঅফিসিয়াল টেস্ট ম্যাচও খেলবে দুই দল। প্রথমটি হবে সিলেটে, পরেরটি মিরপুরে।
বাংলাদেশ ‘এ’ দল: পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক, মাহিদুল ইসলাম, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, শামীম হোসেন, তানভির ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা।