Published : 03 May 2025, 12:08 AM
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বাহরাইনে সভা করেছে দেশটিতে কর্মরত বাংলাদেশি ইলেকট্রিক মিস্ত্রিরা।
শুক্রবার সকালে রাজধানী মানামায় এ আয়োজন করে তাদের সংগঠন ‘বাহরাইন-বাংলাদেশি ইলেকট্রিক্যাল সুপার টিম’।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের সদস্যরা বাহরাইনের বিভিন্ন শহরে শ্রমজীবী প্রবাসীদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং শ্রমিকদের মাঝে পানি সরবরাহ করেন।
সন্ধ্যায় মানামার একটি হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয় মূল আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক।
সভাপতির বক্তব্যে জহিরুল ইসলাম বলেন, “বর্তমানে ছয় শতাধিক বৈদ্যুতিক মিস্ত্রি আমাদের সংগঠনের সদস্য। কর্মহীন হলে আমরা তাদের কাজের ব্যবস্থা করি। কর্মস্থলে দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দেওয়া হয়।”
তিনি জানান, বাহরাইনের শ্রমবাজার এবং বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় রেখে সংগঠনটি প্রবাসী শ্রমিকদের বেতন বৈষম্য, কোম্পানির হয়রানি ও অন্যান্য সমস্যা সমাধানে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
সভায় সংগঠনের প্রচার সম্পাদক হাবিবুর রহমান শ্রমিকদের অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার কথা জানান। সহ-প্রচার সম্পাদক আবু নাসের পূর্ববর্তী কার্যক্রমের বিবরণ তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘কিশোর মেলা, বাহরাইন’-এর পরিচালক জয়নাল আবেদিন, বাংলাদেশ বিজনেস ফোরামের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জসীমউদ্দীন, দপ্তর ও আন্তর্জাতিক সম্পাদক আব্দুল হান্নান এবং বাংলাদেশ ইয়ুথ ক্লাবের সভাপতি ইমন হোসাইন।