Published : 03 May 2025, 11:21 AM
সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে বার্তা দিতে এবার তার প্রাসাদের কাছে বোমা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।
রক্তক্ষয়ী সাম্প্রদায়িক সংঘাতের মধ্যে ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়কে রক্ষায় অঙ্গীকার করার পর শুক্রবার সকালে এ হামলা চালানো হয়েছে, বলেছে তারা।
নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল যে দামেস্কের দক্ষিণে সেনা মোতায়েন বা দ্রুজ সম্প্রদায়ের ওপর কোনো ধরনের হুমকি ‘বরদাশত করবে না’ প্রেসিডেন্ট প্রাসাদের পাশে হামলার মাধ্যমে ‘সিরিয়ার শাসকদের সেই স্পষ্ট বার্তা’ দেওয়া হয়েছে।
শুক্রবার পরে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তারা সিরিয়ায় একাধিক সামরিক লক্ষ্যে আরেক দফা বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমও দামেস্কের উত্তরে এবং হামা শহরের কাছে গ্রামাঞ্চলে বিস্ফোরণের খবর দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় এসব হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সিরিয়াকে অস্থিতিশীল করার লক্ষ্যে এসব হামলাকে ‘বিপজ্জনক উসকানি’ বলেও অভিহিত করেছে তারা।
বুধবার দ্রুজ বন্দুকধারী এবং সিরিয়ার নিরাপত্তা বাহিনী ও তাদের মিত্র সুন্নি যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের সময়ও ইসরায়েল দামেস্কের দক্ষিণে হামলা চালিয়েছিল।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সিরিয়ায় তেল আবিবের সর্বশেষ হামলার কড়া সমালোচনা করে একে ‘সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন’ অ্যাখ্যা দিয়েছেন।
যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত সপ্তাহে দামেস্কের দক্ষিণে অবস্থিত আশরাফিয়াত সাহনায়া, জারামানা ও দক্ষিণের প্রদেশ সুয়েইদার দ্রুজ অধ্যুষিত এলাকায় সহিংসতায় অন্তত ১০৯ জন নিহত হয়েছে। এর মধ্যে বেসামরিক ও যোদ্ধা মিলিয়ে দ্রুজদেরই ৭৯ জন, বাকিরা সিরিয়ার সরকারি বাহিনী ও তাদের মিত্র সশস্ত্র সুন্নি যোদ্ধা।
সিরিয়ার দ্রুজদের এক আধ্যাত্মিক নেতা শেখ হিকমাত আল-হিজরি সহিংসতার নিন্দা জানিয়ে একে তার সম্প্রদায়ের ওপর ‘অন্যায্য গণহত্যামূলক অভিযান’ অ্যাখ্যা দিয়েছেন এবং ‘শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক বাহিনীকে’ হস্তক্ষেপ করতে আহ্বান জানিয়েছেন।
দ্রুজ নেতারা বলছেন, সুয়েইদা প্রদেশে রাষ্ট্রের সক্রিয় হওয়া প্রয়োজন এবং কর্তৃপক্ষের উচিত সুয়েইদা-দামেস্ক মহাসড়কের নিয়ন্ত্রণ নেওয়া।
সিরিয়িার সরকার বলছে, তারা সংঘর্ষ উসকে দেওয়া ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোর’ মোকাবেলায় দ্রুজ এলাকাগুলোতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করেছে।
সোমবার রাতে একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর সিরিয়ায় দ্রুজদের সঙ্গে সুন্নি সশস্ত্র গোষ্ঠীগুলোর এ সাম্প্রদায়িক সংঘাত শুরু হয়।
ওই অডিও ক্লিপে নবী মোহাম্মদকে উদ্দেশ্য করে এক ব্যক্তিকে নানান আজেবাজে কথা বলতে শোনা যায়। সুন্নি গোষ্ঠীগুলোর অভিযোগ, ওই ক্লিপে যার কণ্ঠ আছে, তিনি দ্রুজদের এক ধর্মীয় নেতা। কিন্তু দ্রুজ ওই ধর্মীয় নেতা এ অভিযোগ অস্বীকার করেছেন।
পরে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও জানায়, প্রাথমিক তদন্তে ওই দ্রুজ নেতার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।
ইসলামের একটি শাখা থেকে উদ্ভূত দ্রুজ মতবাদের অনুসারীদের সিংহভাগই সিরিয়ায় থাকেন। লেবানন ও ইসরায়েলেও এ সম্প্রদায়ের কিছু লোক বসবাস করেন।
ডিসেম্বরে বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর ইসরায়েল ‘দ্রুজদের সুরক্ষা দেওয়ার’ আশ্বাস দিয়ে সিরিয়ার দক্ষিণপশ্চিমের কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে এবং প্রতিবেশী দেশটিকে ‘দুর্বল করে রাখতে’ ওয়াশিংটনে লবিও করছে।
সুন্নিরা দামেস্ক দখল করার পরের কয়েকদিন তেল আবিব ধারাবাহিক হামলা চালিয়ে সিরিয়ার সেনাবাহিনীর বেশিরভাগ ভারি অস্ত্রশস্ত্র উড়িয়ে দিয়েছে।
সিরিয়ার এখনকার শাসক শারা একসময় আল-কায়েদার কমান্ডার ছিলেন, ২০১৬ সালে তিনি জঙ্গিগোষ্ঠীটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। ক্ষমতা নেওয়ার পর তিনি সিরিয়ায় অন্তর্ভুক্তিমূলক শাসন কায়েম করবেন বলে বারবারই প্রতিশ্রুতি দিয়ে এসেছেন। কিন্তু একের পর এক সাম্প্রদায়িক সহিংসতা সংখ্যাগুরু সুন্নি অংশকে নিয়ে সংখ্যালঘুদের সন্দেহ ও আতঙ্ক বাড়িয়ে দিচ্ছে।
দেশটিতে মার্চেই এক সাম্প্রদায়িক সহিংসতায় আলাউইত সম্প্রদায়ের কয়েকশ সদস্য নিহত হয়েছিল।
দ্রুজদের পক্ষ নিয়ে সিরিয়ায় 'উগ্রবাদী গোষ্ঠীর' ওপর ইসরায়েলের হামলা