Published : 03 May 2025, 12:51 PM
কিংবদন্তি হয়ে ওঠার সম্ভাবনা তো কত ফুটবলারকে নিয়েই দেখা হয়েছে যুগে যুগে। কিন্তু ১৭ বছর বয়সী একজনকে নিয়ে এমন আলোচনা সবশেষ হয়েছে কবে! লামিনে ইয়ামাল এতটাই তোলপাড় ফেলে দিয়েছেন ফুটবলবিশ্বে। এমনকি লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদোর মতো সর্বকালের সেরাদের ঠিকানায় তিনি পৌঁছতে পারবেন বলে এখনই মনে করছেন অনেকে। বার্সেলোনার বিস্ময় বালককে সেই পথটাও দেখিয়ে দিলেন কোচ হান্সি ফ্লিক।
ইয়ামালকে নিয়ে মুগ্ধতার জোয়ার চলছে তো তার ক্যারিয়ারের শুরু থেকেই। সেই ভালো লাগার পালা নতুন উচ্চতা ছুঁয়েছে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে তার জাদুকরি পারফরম্যান্সের পর। ম্যাচের পর প্রতিপক্ষ কোচ সিমোনে ইনজাগি চোখ কপালে তুলে বলেছেন, এমন প্রতিভা ৫০ বছরে একবারই আসে।
ওই ম্যাচের পর বার্সেলোনা আবার মাঠে নামবে শনিবার। লা লিগায় পয়েন্ট তালিকার তলানিতে থাকা রেয়াল ভাইয়াদলিদের বিপক্ষে এই ম্যাচে ইয়ামাল বিশ্রাম পেতে পারেন। তবে তাকে নিয়ে তোলপাড় থেমে নেই।
ম্যাচের আগে হান্সি ফ্লিক জানিয়ে দিলেন, তরুণ তুর্কিকে কোন উচ্চতায় পৌঁছতে দেখতে চান তিনি। সেই সোপান বেয়ে ওঠার উপায়ও বলে দিলেন বার্সেলোনা কোচ।
“সে জানে, আমি তার কাছে কী চাই। কেউ যখন এই পর্যায়ের ফুটবল খেলতে পারে, তখন তা বারবার মেলে ধরতে হয়। ব্যাপারটি স্রেফ এক ম্যাচের নয়। কোনো ফুটবলার যতই ভালো হোক না কেন, আরও ভালো হয়ে ওঠার সুযোগ থাকে এবং তাকেও সেটাই করতে হবে।”
“স্রেফ প্রতিভার ব্যাপার এখানে নয়, সে যে ধরনের জিনিয়াস… রোনালদো, মেসি, বড় বড় ফুটবলারদের পর্যায়ে যেতে এসবের সঙ্গে কঠোর পরিশ্রমও প্রয়োজন।”
ইয়ামালকে নিয়ে রোমাঞ্চের স্রোতে একটু লাগাম দিতেও অনুরোধ করলেন ফ্লিক। তার বিশ্বাস, মাটিতে মা রেখেই লক্ষ্য অর্জনের পথে ছুটবেন তরুণ তারকা।
“আমাদের সবার ধীরস্থির থাকতে হবে এবং অপেক্ষায় থাকতে হবে দেখার জন্য। আমরা খুবই খুশি যে সে আমাদের হয়ে খেলছে এবং ১৭ বছর বয়সে যে পর্যায়ের ফুটবল সে খেলছে, এটা অবিশ্বাস্য।”
“তবে সেও জানে যে তাকে কতটা পরিশ্রম করতে হবে এটা ধরে রাখতে এবং ভালো থেকে আরও ভালো হয়ে উঠতে। আমার মনে হয়, সেও এরকমই চায়। ভালোর শেষ নেই।”
চলতি মৌসুমে এখনও পর্যন্ত ১৫ গোল করার পাশাপাশি আরও ২৪ গোলে সরাসরি সহায়তা করেছেন ইয়ামাল।