Published : 04 May 2025, 01:03 PM
নারী সংস্কার কমিশনের কয়েকটি সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।
সেসব সুপারিশ যাতে বাস্তবায়ন করা না হয়, সেজন্য স্থগিতাদেশ চাওয়ার পাশাপাশি রিট আবেদনে সংবিধান বিশেষজ্ঞ, ইসলামিক আইনজ্ঞ এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে, যাতে ওই কমিটি ভবিষ্যতে ধর্মীয় ও পারিবারিক আইন সংক্রান্ত যে কোনো সংস্কারের বিষয়ে পর্যালোচনা ও পরামর্শ দিতে পারে।
বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাই কোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে এ বিষয়ে শুনানি হতে পারে।
রওশন আলী নামের একজন আইনজীবী রোববার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট মামলা করেন।
সংস্কার কমিশনের প্রতিবেদনের একাদশ অধ্যায়ে সম্পত্তিতে পুরুষ ও নারীর জন্য সমান উত্তরাধিকার দেওয়ার যে প্রস্তাব করা হয়েছে, তা ‘সরাসরি কোরআনের সুরা নিসার পরিপস্থি’ বলে তার দাবি।
সংস্কার কমিশনের প্রতিবেদনে বহুবিবাহ নিষিদ্ধ করার প্রস্তাব এসেছে। রিট আবেদনের বলা হচ্ছে, বহুবিবাহ ‘ইসলামী শরীয়তে অনুমোদিত’ একটি বিধান। ফলে কমিশনের ওই সুপারিশ সংবিধানের ৪১ অনুচ্ছেদ অনুযায়ী ‘ধর্মচর্চার অধিকার ক্ষুণ্ন করে’।
রিট আবেদনে বলা হয়েছে, “মাই বডি, মাই চয়েজ স্লোগানকে অন্ধভাবে সমর্থন দিয়ে শরিয়তের ওপর ভিত্তি না রেখে (ওই প্রতিবেদনে) নৈতিকতার সীমা অতিক্রম করার চেষ্টা করা হয়েছে।
“যৌনকর্মীর পেশাকে (সেক্স ওয়ার্ক) বৈধ পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ধরনের প্রস্তাব ইসলামি মূল্যবোধ এবং সংবিধানের ২(ক) ও ২৬ অনুচ্ছেদের পরিপন্থি।”
প্রতিবেদনে লিঙ্গ পরিচয় এবং ট্রান্সজেন্ডার বিষয়ে যে ভাষা ব্যবহার করা হয়েছে, তা ‘শরিয়তবিরোধী এবং ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক’ বলে রিট আবেদনকারীর ভাষ্য।
রওশন আলী বলেন, “রিপোর্টের বিভিন্ন সুপারিশ ইসলামী শরিয়ত, আমাদের সংবিধান এবং দেশের ধর্মপ্রাণ মানুষের মূল্যবোধের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। এ রিট আবেদন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়। এটি দেশের ধর্মীয় মূল্যবোধ, সংবিধানিক ভারসাম্য এবং সামাজিক শৃঙ্খলা রক্ষার্থে গ্রহণ করা একটি আইনগত পদক্ষেপ।”
অন্তর্বর্তী সরকারের গঠিত নারী সংস্কার কমিশন গত ১৯ এপ্রিল প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেওয়ার পর থেকেই ধর্মভিত্তিক দলগুলো এর বিরোধিতা করে আসছে।
দেশের ইসলামপন্থীদের অন্যতম প্ল্যাটফরম ‘হেফাজতে ইসলামে’র নারী সংস্কার কমিশন বাতিলের দাবি তুলেছে। জামায়াতে ইসলাম কমিশনের দেওয়া প্রতিবেদন ‘প্রত্যাখ্যান’ করেছে।
ইসলামি উত্তরাধিকার আইন ও ইসলামি পারিবারিক আইন নিয়ে যে পর্যবেক্ষণ ও সুপারিশ কমিশন দিয়েছে, হেফাজতের আপত্তি মূলত সেই জায়গায়।
আর জামায়াতে ইসলামী কিছু সুপারিশকে ‘গর্হিত’ আখ্যা দিয়ে বলেছে, এসব বিষয় সমাজকে ‘চরম অস্থিতিশীলতার’ দিকে ঠেলে দেবে।
কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো হল–
• অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের জন্য বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণপোষণে সমান অধিকার নিশ্চিত করা।
• অভিভাবক ও প্রতিপাল্য আইন, ১৮৯০ সংশোধন করে সন্তানের ওপর নারীর জন্য সমান অধিকার নিশ্চিত করা।
• পরবর্তী সময়ে নির্বাচিত সরকারের জন্য বিভিন্ন ধর্মের পারিবারিক আইন সংশোধন করা এবং মুসলিম ও অন্যান্য ধর্মীয় উত্তরাধিকার আইন সংশোধন করে নারীদের সম্পত্তিতে ৫০–৫০ ভাগ নিশ্চিত করা।
• সংসদীয় আসন বাড়িয়ে ৬০০ করে সেই আসন থেকে ৩০০ আসন নারীর জন্য সংরক্ষিত রেখে সরাসরি নির্বাচন।
• বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে ফৌজদারি আইনে অন্তর্ভুক্ত করা।
• যে কোনো উপস্থাপনায় অহেতুক নারীর প্রসঙ্গ টেনে নারীবিদ্বেষী বয়ান, বক্তব্য ও ছবি পরিবেশন থেকে বিরত থাকা।
• শ্রম আইন সংশোধন করে যৌনকর্মীদের মর্যাদা ও শ্রম অধিকার নিশ্চিত করা।
এর আগে ২০১৩ সালে নারী নীতির বিরোধিতায় আন্দোলন করা হেফাজতে ইসলাম বাংলাদেশ নারী সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করে।
সংগঠনটির যুগ্ম মহাসচিব মামুনুল হক সেখানে বলেন, “বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা বলতে চাই, নারী সংস্কারের নামে আল্লাহর কোরআনকে, ইসলামকে কটাক্ষ করা হয়েছে। নারী বিষয়ক কমিশন এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে।”
ওই সমাবেশে অংশ নিয়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, “হেফাজত ইসলাম নারীবাদ নিয়ে প্রশ্ন তুলেছে। আমি এখানে ড. ইউনূস সরকারের প্রতি প্রশ্ন করতে চাই, আপনারা কেন অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করছেন? আমি বলতে চাই, নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয় নাই।”
চার দফা দাবিতে ২৩ মে বাদ জুমা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে হেফজতের ওই সমাবেশ শেষ হয়।
পুরনো খবর-
নারীর জন্য 'সমতা ও সুরক্ষার' সুপারিশ
নারী বিষয়ক সংস্কার: সুপারিশ বাস্তবায়নে 'সদিচ্ছার' চ্যালেঞ্জ সরকারের