Published : 03 May 2025, 07:16 PM
চিকিৎসা নিতে লন্ডনে যাওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটে দেশে ফিরছেন তাতে দায়িত্ব পালনের কথা ছিল, এমন দুইজন কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছে।
শুক্রবার মধ্যরাতে সরিয়ে দেওয়া সে দুইজন ক্রু হলেন–আল কুবরুন নাহার কসমিক ও মো. কামরুল ইসলাম বিপন।
রোববার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে খালেদা জিয়াকে বহনকারী বিমানের ফ্লাইটটি (বিজি ২০২)।
এই ফ্লাইটে খালেদা জিয়া, তার দুই পুত্রবধু, বিএনপির একাধিক নেতা ও চিকিৎসক দল থাকবে।
ফ্লাইটটি পৌনে ১০ ঘণ্টা উড়ে সোমবার সকাল ৯টা ৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখানে ঘণ্টাখানেক যাত্রাবিরতির পর সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পোঁছানোর কথা রয়েছে।
বিমানের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “মূলত নিরাপত্তাজনিত শঙ্কা ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এ বিষয়ে জানতে চাইলে বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বোসরা ইসলাম শনিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কী কারণে তাদের শিডিউল পরিবর্তন করা হয়েছে, জানা নেই। আমি ফ্লাইট সার্ভিস বিভাগের ডিজিএমকে ফোন করেছিলাম, তিনি বলতে পারেননি।
“তবে, কেউ অসুস্থ হলে বা কোনো কারণে না আসতে চাইলে, বা ছুটি থাকলে ফ্লাইট সার্ভিস বিভাগ সূচি বদলাতে পারে, এটা খুবই ছোট-খাটো বিষয়।”
ওই ফ্লাইটে সেবা দেওয়ার জন্য গেল শুক্রবার দুপুরে বিমানের চিফ পার্সার নিশি, ফ্লাইট পার্সার আল কুবরুন নাহার কসমিক, ফ্লাইট পার্সার মো. কামরুল ইসলাম বিপন ও জুনিয়র পার্সার রিফাজের নাম চূড়ান্ত করে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগ।
বিমানের ওই কর্মকর্তা বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রত্যাহার করা দুই কেবিন ক্রুর রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রীদের নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকির কথা উঠে আসায় সেদিন মধ্যরাতে তাৎক্ষণিক সিদ্ধান্তে দুজনের নাম বাতিল করা হয়।”
সে দুইজন কেবিন ক্রুর অন্তর্ভুক্তিকরণ ও পরে ফ্লাইট থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগের লগবুক দেখে নিশ্চিত হওয়া গেছে। লগবুকের তথ্যানুযায়ী, কসমিক ও বিপনের পরিবর্তে পরে ফ্লাইট পার্সার ডিউক এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আনহারা মারজানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওই ফ্লাইটে এ দুইজন ছাড়াও আরও তিনজন কেবিন ক্রু থাকবেন।
বিমানের সে কর্মকর্তা বলেছেন,, “গোয়েন্দা তথ্যে উঠে এসেছে আল কুবরুন নাহার কসমিক নিয়মিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার ফ্লাইট পরিচালনায় যুক্ত ছিলেন।
“এছাড়া আওয়ামী লীগ সরকারের সময়ে দলটির নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে সরকারি ‘সুবিধা ভোগের’ অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। চাকরি জীবনে তিনি ১৮ বার কারণ দর্শানোর নোটিস পেয়েছেন এবং শাস্তি হিসেবে একাধিকবার গ্রাউন্ডেড হয়েছেন।
“আর, জুনিয়র পার্সার কামরুল ইসলাম বিপন দীর্ঘদিন ধরে সরকারি দলের নানা কার্যক্রমে সরাসরি যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। প্রতি বছর ১৫ আগস্ট পালনের জন্য নিয়মিত ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দেওয়া, শেখ কামালের জন্মদিনে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা এবং বিমানে শেখ রাসেল দিবস পালনের অন্যতম উদ্যোক্তা তিনি।”
তবে, কেবিন ক্রুদের পরিবর্তনের কারণ হিসেবে পাওয়া এসব তথ্য যাচাই করতে পারেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।