Published : 04 May 2025, 11:47 AM
ঢাকা-নোয়াখালী রুটে বরাদ্দকৃত নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ দ্রুত চালুর দাবিতে এক ঘণ্টা রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা।
রোববার সকাল ৬টা থেকে মাইজদী কোর্ট রেলস্টেশনে ‘নোয়াখালীর সর্বস্তরের জনগণ’- ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি পালন হয়।
অবরোধে অংশ নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার যুগ্ম-আহবায়ক আবু সুফিয়ান বলেন, “আমরা বহুদিন ধরে এই ট্রেনের অপেক্ষায় আছি। অথচ অজানা কারণে ট্রেন চালু হচ্ছে না। তাই বাধ্য হয়েই আমরা শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছি। ৪৮ ঘণ্টার মধ্যে কোনো আশ্বাস না পেলে আমাদের আন্দোলন আরও কঠোর হবে।”
কর্মসূচি চলাকালীন অবরোধকারীরা রেললাইনে অবস্থান নিয়ে সুবর্ণচর এক্সপ্রেস দ্রুত চালু, রেলপথে সিন্ডিকেট এবং বাস মালিকদের ‘গোপন ষড়যন্ত্রের’ বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন।
এ সময় নোয়াখালীতে ঢাকাগামী আন্তঃনগর ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনটি মাইজদী কোর্ট স্টেশনে ঘিরে রাখেন অবরোধকারীরা। ট্রেনটি সকাল ৬টা ১০ মিনিটে মাইজদী কোর্ট স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও অবরোধের কারণে এক ঘণ্টা ২০ মিনিট দেড়িতে ছাড়ে।
অবরোধ চলাকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা আহ্বায়ক মো. আরিফুল ইসলাম বলেন, “২০২৩ সালে নোয়াখালী-ঢাকা রুটে সুবর্ণচর এক্সপ্রেস নামে একটি নতুন আন্তঃনগর ট্রেন বরাদ্দ দেওয়া হলেও অদৃশ্য কারণে এখনও তা চালু হয়নি। এ বিষয়ে আমরা সরকারের বিভিন্ন দপ্তরে বার বার যোগাযোগ করেছি। কিন্তু তারা আমাদের আশ্বাস দিয়েও বাস্তবায়ন করেননি। যার কারণে এ রুটের যাত্রীরা প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন।”
তিনি বলেন, “বাস সিন্ডিকেট যাত্রীদের জিম্মি করে রেখেছে। অথচ শিক্ষার্থী, চাকরিজীবী ও রোগীদের জন্য নির্ভরযোগ্য ট্রেন সার্ভিস অত্যন্ত জরুরি।”
এ সময় সাধারণ যাত্রীরা অভিযোগ করেন, বাস মালিকদের সঙ্গে গোপন আঁতাতের মাধ্যমে একটি অসাধু চক্র নোয়াখালী-ঢাকা রেলপথে বরাদ্দ দেওয়া ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ চালু করতে দিচ্ছে না। ওই চক্র নোয়াখালী থেকে ঢাকাগামী যাত্রীদের রীতিমতো ‘জিম্মি’ করে বাসে অতিরিক্ত ভাড়া আদায় করছে।
এ বিষয়ে জানতে চাইলে মাইজদী কোর্ট স্টেশনের দায়িত্বে থাকা স্টেশন মাস্টার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা সিদ্ধান্ত দেবেন।”