Published : 04 May 2025, 11:49 AM
ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার নিনয় অ্যাকিনো আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ পথে গাড়ি দুর্ঘটনায় চার বছরের এক মেয়েশিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন, জানিয়েছে রেডক্রস।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার ভোররাতে এনএআইএ-র ১নং টার্মিনালের প্রবেশ পথের কাছে একটি গাড়ি বাইরের রেলিং ভেঙে ওয়াকওয়েতে ঢুকে পড়ে।
“এই ঘটনা যে উদ্বেগের কারণ হয়েছে তা বুঝতে পারি আমরা, বিশেষকরে ছবিগুলো যেভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমরা জনগণকে অনুরোধ করবো অনুমান করবেন না এবং যাচাইকৃত আপডেটের জন্য অপেক্ষা করুন। আপডেট আসামাত্রই তা প্রকাশ করা হবে,” এক বিবৃতিতে বলেছে এনএআইএ।
ঘটনার পরপরই ফিলিপিন্সের রেডক্রস সেখানে হাজির হয়। তারা জানিয়েছে, দুর্ঘটনায় এক পূর্ণবয়স্ক পুরুষ ও চার বছর বয়সী এক শিশুমেয়ের মৃত্যু হয়েছে।
রয়টার্স জানায়, সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে দেখা গেছে লোকজন মাটিতে শুয়ে আছে, প্রবেশপথের কাঁচ ভেঙে চারদিকে ছড়িয়ে আছে এবং বিমানবন্দরের দরজায় আঘাত করা একটি কালো এসইউভি ক্ষতিগ্রস্ত অবস্থায় থেমে আছে।
এনএআইএ জানিয়েছে, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং গাড়িটির চালক পুলিশ হেফাজতে আছেন।