Published : 04 May 2025, 10:10 PM
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ঝড়ে ডানা ভেঙে নিচে পড়া ঈগলকে উদ্ধার করেছে বনবিভাগ।
রোববার সকালে উপজেলার নতুন হাট এলাকা থেকে ঈগলটিকে উদ্ধার করা হয় বলে বন কর্মকর্তা খন্দকার জাকির হোসেন জানিয়েছেন।
তিনি জানান, ঝড়ে একটি ঈগল ডানা ভেঙে নিচে পড়ে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঈগলটিকে উদ্ধার করা হয়।
পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের হাসপাতালে সহযোগী অধ্যাপক এস এম হানিফ ঈগলটির অস্ত্রোপচার করেন। ঈগলের ভেঙে যাওয়া পাখায় স্টিলের পাত দিয়ে জোড়া দেওয়া হয়েছে।
ঈগলটি বনবিভাগের তত্ত্বাবধানে রয়েছে। এক মাস ঈগলটির পরিচর্যা করা হবে।
বনবিভাগ আশা করছে, ঈগলটিকে সুস্থ করে ফের মুক্ত করা যাবে।