Published : 04 May 2025, 04:55 PM
পোপ হিসেবে নিজের একটি এআই জেনারেটেড ছবি পোস্ট করে ক্যাথলিক ধর্মাবলম্বীদের সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসের অফিসিয়াল সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এই ছবিটি এমন সময় এল যখন ক্যাথলিকরা ২১ এপ্রিল মারা যাওয়া পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক প্রকাশ করছেন এবং পরবর্তী পোপ বেছে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
এজন্য ট্রাম্পের বিরুদ্ধে ধর্মবিশ্বাস নিয়ে উপহাস করার অভিযোগ এনেছে নিউ ইয়র্ক স্টেট ক্যাথলিক কনফারেন্স।
কয়েকদিন আগে পরবর্তী পোপ হিসেবে কাকে দেখতে চান সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প মজা করে বলেছিলেন, “আমিই পরবর্তী পোপ হতে চাইব। এটিই হবে আমার এক নম্বর পছন্দ।”
বিবিবিস লিখেছে, ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট নন যার বিরুদ্ধে ক্যাথলিক ধর্ম নিয়ে উপহাস করার অভিযোগ উঠেছে। এক বছর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফ্লোরিডার ট্যাম্পায় গর্ভপাতের সমর্থনে এক সমাবেশে ক্রুসের চিহ্ন তৈরি করেও ক্ষোভের মুখে পড়েছিলেন।
ট্রাম্পের এমন পোস্ট সম্পর্কে শনিবার সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান ভ্যাটিকানের মুখপাত্র মাত্তিও ব্রুনি। বুধবার থেকে পোপ ফ্রান্সিসের উত্তরসূরি বেছে নিতে একটি কনক্লেভ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ভ্যাটিকান।
শুক্রবার রাতে ট্রাম্পের পোস্ট করা ছবিতে তাকে একটি সাদা ক্যাসক ও পয়েন্টেড মাইটার পরা অবস্থায় দেখা গেছে, যা প্রচলিতভাবে একজন বিশপ পরেন। তার গলায় একটি বড় ক্রুস পরে থাকতে ও গম্ভীর মুখের অভিব্যক্তি নিয়ে নিজের আঙুলটি উঁচু করে ধরে আছেন তিনি।
নিউ ইয়র্কের বিশপদের প্রতিনিধিত্বকারী ছবিটির সমালোচনা করেছে ‘নিউ ইয়র্ক স্টেট ক্যাথলিক কনফারেন্স’। দলটি বলেছে, “এই ছবিতে মজার কিছু নেই মিস্টার প্রেসিডেন্ট।
“আমরা সবেমাত্র আমাদের প্রিয় পোপ ফ্রান্সিসকে সমাধিস্থ করেছি এবং কার্ডিনালরা সেন্ট পিটারের নতুন উত্তরসূরি নির্বাচনের জন্য একটি জাঁকজমকপূর্ণ কনক্লেভ করতে চলেছেন। আমাদের নিয়ে উপহাস করবেন না”।
ট্রাম্পের এমন পোস্টের তীব্র সমালোচনা করেছেন ইতালির সাবেক বামপন্থী প্রধানমন্ত্রী মাত্তিও রেনজিও।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর এক পোস্টে রেনজি ইতালীয় ভাষায় লিখেছেন, “এটি এমন এক ছবি, যেখানে স্পষ্ট করেই বিশ্বাসীদের প্রতি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি অপমান প্রকাশ পেয়েছে। এ ছবিটি আরও দেখিয়েছে, বিশ্বের ডানপন্থী নেতা ঠাট্টাবিদ্রুপ উপভোগ করেন।”
তবে রিপাবলিকান প্রেসিডেন্ট পোপতন্ত্রকে নিয়ে মজা করছেন এমন যে কোনও ইঙ্গিত প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস।
যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, “পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানাতে ও তার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে ইতালিতে গিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ক্যাথলিক ও ধর্মীয় স্বাধীনতার পক্ষে একজন কট্টর সমর্থক তিনি”।