Published : 04 May 2025, 09:17 PM
ময়মনসিংহ সাহিত্য সংসদের মুক্তমঞ্চ ভাঙার প্রতিবাদে নারায়াণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন করেছে ‘সুবর্ণগ্রাম সংস্কৃতি অঙ্গন’।
রোববার সোনারগাঁ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মানবন্ধনে সভাপতিত্ব করেন সুবর্ণগ্রাম সংস্কৃতি অঙ্গনের সভাপতি কবি শাহেদ কায়েস।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা মানবন্ধন থেকে দাবি জানিয়েছি, যে জায়গাটিতে মঞ্চটি ভাঙা হয়েছে, সেই একই জায়গায় যেন রাষ্ট্রীয় উদ্যোগে দ্রুত মঞ্চটি পুনঃনির্মাণ করা হয়।”
গত বুধবার ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে ময়মনসিংহ সাহিত্য সংসদের মুক্তমঞ্চ গুঁড়িয়ে দেওয়া হয়।
বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ওই উদ্যানের ভেতরে অবৈধভাবে গড়ে ওঠা বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদের সঙ্গে সঙ্গে সাহিত্য সংসদের মুক্তমঞ্চটিও গুঁড়িয়ে দেয় জেলা প্রশাসন ও ময়মনসিংহ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
শাহেদ কায়েস বলেন, “৪৫ বছরের পুরোনো ‘ময়মনসিংহ সাহিত্য সংসদের ঐতিহাসিক ‘বীক্ষণ’ মঞ্চ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাই।
“আমরা মনে করি এটি শুধু একটি স্থাপনা ধ্বংস নয়। বরং মুক্তচিন্তা, সৃজনশীলতা এবং শিল্প-সাহিত্য-সংস্কৃতি চর্চার ওপর একটি চরম আঘাত।”
মানবন্ধনে বক্তব্য দেন সোনারগাঁ সাহিত্য নিকেতনের উপদেষ্টা কবি রহমান মুজিব, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সোনারগাঁ শাখার সম্পাদক মিজানুর রহমান, সোনারগাঁ সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদক রবিউল হুসাইন, সাংগঠনিক সম্পাদক মোফাখখার সাগর, কবি ও সাংবাদিক এরশাদ হুসাইন, শিক্ষক ও সংস্কৃতিকর্মী শামীমা নাসরিন শাম্মী।
সঞ্চালনায় ছিলেন লেখক ও উদীচীর সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ।
উপস্থিত ছিলেন আব্দুস সাত্তার, আব্দুল করিম, লতা মাহমুদ, খাদিজা আক্তার, তানিয়া আক্তার, পল্লবী সরকার, আনন্দ দাসসহ অনেকে।