Published : 04 May 2025, 02:24 PM
রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে এবার সাড়ে ৩২ কেজির বেশি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে।
রোববার সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জেলে চানমিয়ার জালে মাছটি ধরা পড়ে বলে জানান স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।
আগের দিন একই এলাকায় ধরা পড়েছিল ২৮ কেজি ওজনের কাতল।
জেলে চানমিয়া বলেন, ভোর রাতে একটি ট্রলারে তিনি তার দলের লোকজন নিয়ে নদীতে মাছ শিকারে যান। আগের দিন ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় বড় মাছ ধরা পড়ার খবর পেয়েছিলেন। তাই সকালের দিকে তারাও সেখানে জাল ফেলেন।
জাল নৌকায় তুলতেই বিশাল কাতল মাছটি দেখতে পান। পরে দৌলতদিয়া ঘাটের সাইদ মোল্লার মাছের আড়তে নিয়ে দেখেন মাছটির ওজন ৩২ কেজি ৬০০ গ্রাম।
স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, “সকালে সাইদ মোল্লার মাছের আড়তে চানমিয়া মাছটি আনার পর সেখানে উন্মুক্ত নিলামে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ৫২ হাজার ১৬০ টাকায় কিনে নিই।”
“মাছটি ফেরি ঘাটের পল্টুনের সঙ্গে বেধে রেখে ক্রেতার খোঁজে মোবাইলে বিভিন্ন স্থানে যোগাযোগ করা হয়েছে। পরে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ৫৫ হাজার ৪০০ টাকায় বিক্রির কথা চূড়ান্ত হয়েছে।“
আর শনিবার ধরা পড়া মাছটি নিয়ে এ ব্যবসায়ী বলেন, “গতকালের মাছটি ১ হাজার ৮০০ টাকা কেজি দরে কিনেছিলাম। ৫০ হাজার ৪০০ টাকায় কেনা মাছটি শেষ পর্যন্ত ৫২ হাজার টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছি।”
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, কয়েকটি কারণে এখন মাঝে মধ্যেই পদ্মায় বিভিন্ন জাতের বড় বড় মাছ ধরা পড়ছে। এর মধ্যে অন্যতম হচ্ছে নদীতে নাব্য সংকট বেড়েছে। ফলে মাছ তাদের চলাচলের পথ পরিবর্তন করে জেলেদের জালে ধরা পড়ে।
আরেকটি কারণ হলো- এ ধরনের বড় আকারের মাছ মূলত নদীর গভীরে থাকে, নাব্য সংকটের কারণে তারা খাবারের খোঁজে যখন ওপরে উঠে আসে সেসময় জালে আটকা পড়ে।
এছাড়াও মাছ যখন তার সঙ্গীর খোঁজ করতে আবাসস্থল থেকে বের হয় তখনও ধরা পড়ে বলে জানান এই মৎস্য কর্মকর্তা।
আগের সংবাদ