আইপিএল
Published : 03 May 2025, 10:25 PM
রোমারিও শেফার্ড যখন ক্রিজে এলেন তখন ম্যাচের বাকি কেবল ১৪ বল। বিস্ফোরক ব্যাটিংয়ে এর মধ্যেই পঞ্চাশ ছুঁয়ে ফেললেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যারিবিয়ান অলরাউন্ডার।
১৪ বলে পঞ্চাশ ছুঁয়ে লোকেশ রাহুল ও প্যাট কামিন্সের পাশে বসলেন শেফার্ড। আইপিএলে তাদের চেয়ে কম বলে পঞ্চাশ ছুঁতে পেরেছেন কেবল ইয়াশাসভি জয়সাওয়াল।
প্রথম বল ডট খেলেন শেফার্ড। পরের বলে সিঙ্গেল নিয়ে ধরে রাখেন স্ট্রাইক।
সেই ওভারে মোহাম্মদ খলিলের উপর দিয়ে যেন বয়ে যায় ঝড়। প্রথম দুই বলে তাকে ছক্কায় ওড়ান শেফার্ড। তৃতীয় বলে চার, পরের বলে ছক্কা।
দুঃস্বপ্নের তখনও অনেক বাকি খলিলের। পরের বলটি করেন ‘নো’, ছক্কায় ওড়ান ক্যারিবিয়ান অলরাউন্ডার। ওভারের প্রথম চার বলে আসে ২৯ রান!
ফ্রি হিট কাজে লাগাতে পারেননি ব্যাটসম্যান। অফ স্টাম্পের বাইরের ইয়র্কারে পরাস্ত হয়ে ওয়াইডের জন্য রিভিউ নিয়েও সফল হননি তিনি। পরের বলে চার মেরে ওভার ভালোভাবেই শেষ করেন শেফার্ড।
সেই ওভারে ৩৩ রান দেওয়া খলিল ৩ ওভারে খরুচে বোলিংয়ে দেন ৬৫ রান।
শেষ ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে শেফার্ডকে স্ট্রাইক দেন টিম ডেভিড। বাকি পাঁচ বলে আসে ২০ রান।
স্ট্রাইক পেয়ে চার দিয়ে শুরু করেন শেফার্ড। পরের বল ডট। শেষ তিন বলে চার ও দুই ছক্কায় তিনি পৌঁছে যান পঞ্চাশের ঠিকানা।
১৪ বলে ছয় ছক্কা ও চারটি চারে তিনি অপরাজিত থাকেন ৫৩ রানে।
২০১৮ সালে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১৪ বলে পঞ্চাশ করেন সেই সময়ের কিংস ইলেভেন পাঞ্জাবের রাহুল। সে সময় এটাই ছিল টুর্নামেন্টে দ্রুততম পঞ্চাশ। ২০২২ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৪ বলে পঞ্চাশ ছুঁয়ে তার পাশে বসেন কলকাতা নাইট রাইডার্সের কামিন্স।
২০২৩ সালে কলকাতার বিপক্ষে ১৩ বলে পঞ্চাশ ছুঁয়ে তাদের পেছনে ফেলে দেন রাজস্থান রয়্যালসের জয়সাওয়াল।
শুরুতে দুই ওপেনার জ্যাকব বেথেল ও ভিরাট কোহলি এবং শেষে শেফার্ডের পঞ্চাশে ৫ উইকেটে ২১৩ রানের বড় সংগ্রহ গড়ে বেঙ্গালুরু।
৩৩ বলে ৫৫ রানের ইনিংস খেলেন বেথেল। সমান বলে কোহলি খেলেন ৬২ রানের ইনিংস।