আগামী ১৫ অগাস্ট ভারতের স্বাধীনতা দিবসে মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে।
Published : 03 Jul 2024, 03:08 PM
এক বছরের বেশি সময় ধরে ‘পদাতিক’ সিনেমার পোস্টার, অভিনেতা চঞ্চল চৌধুরীর লুক, গান এবং টিজার দেখিয়ে চলচ্চিত্রকার মৃণাল সেনকে নিয়ে ক্রমাগত আগ্রহ বাড়িয়ে তুলছিলেন নির্মাতা সৃজিত মুখার্জি। দর্শকদের সর্বশেষ প্রশ্ন ছিল, কবে আসবে ‘পদাতিক’? অবশেষে পরিচালক দর্শকদের আর দেড় মাস অপেক্ষা করার অনুরোধ জানিয়েছেন।
সৃজিতের বরাত দিয়ে সংবাদ প্রতিদিন লিখেছে, আগামী ১৫ অগাস্ট ভারতের স্বাধীনতা দিবসে মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। এই সিনেমায় মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীকে।
ফেইসবুকে সিনেমা মুক্তির খবর দিয়েছেন চঞ্চলও।
লিখেছেন ‘পদাতিক’ নিয়ে অপেক্ষা ফুরোচ্ছে।
সংবাদ প্রতিদিনকে চঞ্চল বলেন, “মৃণাল সেন চলচ্চিত্র জগতের একজন দিকপাল। শ্রেষ্ঠতম একজন পরিচালকের চরিত্রে অভিনয় করা মানে একটা ইতিহাসের অংশ হয়ে থাকা। ভাল-মন্দতো অনেক পরের বিষয়।”
গত বছরের শেষ নাগাদ খবর আসে, মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাকে নিয়ে একটি সিনেমা বানাবেন সৃজিত, সিনেমার নাম 'পদাতিক'। মৃণাল চরিত্রে তিনি বেছে নেন চঞ্চলকে, কারণ সৃজিত মনে করেছিলেন, দুজনের মুখের দারুণ ‘মিল’ আছে।
এ সিনেমায় প্রয়াত পরিচালকের জীবন, কর্ম ও তার সময়ের গল্প এঁকেছেন সৃজিত। মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে গত ১৪ মে কলকাতার প্রেক্ষাগৃহে প্রকাশিত হয় ১ মিনিটি ৩৭ সেকেন্ডের সিনেমার টিজার। এর আগে ‘পদাতিক’ এর প্রিমিয়ার শো হয় ‘লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে’।
চঞ্চল বলেছেন, “কলকাতার দর্শকরা আমার কাজ দেখতে চাইছেন। কলকাতার মানুষ আমাকে ভালবাসেন। সেখানকার কলাকুশলী, শিল্পীরা চাইছেন আমি কলকাতায় কাজ করি। এটা আমার জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার। সেটা সৃজিতের হাত ধরেই শুরু হচ্ছে। আশা করি ব্যাপারটা খুবই চমৎকার হবে।”
কীভাবে মৃণাল সেন হয়ে উঠলেন চঞ্চল? তিনি বলেন, “আমাকে কিছু বইপত্র দেওয়া হয়েছে, কিছু ভিডিও দেওয়া হয়েছে। সেটা তো একটা ব্যাপার। কিন্তু মানুষটার ভেতরটা, মানুষটার দৃঢ়তা, অন্তরটা তো দেখা যায় না। এ বিষয়গুলো আসলে অনুভব করতে হয়। তার সিনেমার বক্তব্য, সিনেমা তৈরির উদ্দেশ্য সবগুলো বুঝে নেওয়ার প্রস্তুতি চলেছে। কঠিন এবং সময়সাপেক্ষ কাজ। আমার এখানেই একটু অতৃপ্তি রয়েছে, আরো বেশি সময় ধরে তাকে বুঝতে হত। আরো বেশি সময় দরকার ছিল।”
সৃজিতের সঙ্গে চঞ্চলের আরো আগেই কাজ করার কথা ছিল বলে জানান চঞ্চল।
“কোভিড পিরিয়াডে একটা কাজ নিয়ে কথা এগিয়ে ছিল। সৃজিতের ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’তে আমার কাজ করার কথা ছিল। কিন্তু করোনাকালে ওই সিরিজের শুটিং বাংলাদেশে না হওয়ায়, তা আর হল না। তবে শেষমেশ ‘পদাতিক’ সিনেমার হাত ধরে সৃজিতের সঙ্গে কাজ করা সম্ভব হল।”
আরও পড়ুন
চরিত্র হয়ে উঠতে প্রয়োজন অনেক কিছু: মৃণালকে নিয়ে চঞ্চল
মৃণাল না চঞ্চল, চাঞ্চল্য চঞ্চলেও
মৃণাল সেন হয়ে আসছেন চঞ্চল চৌধুরী
মৃণাল আর চঞ্চল মিলেমিশে 'মৃণাঞ্চল'
'পদাতিক' নিয়ে লন্ডনে চঞ্চল-সৃজিত
'পদাতিক' সেরা 'স্ক্রিন প্লে' জিতল নিউ ইয়র্কে
পদাতিক: দেশাত্মবোধের ছোঁয়ায় সোনু-অরিজিতের যুগলবন্দি
'পদাতিক'-এ সত্যজিতের কণ্ঠ, এআই দিয়ে সৃজিতের চমক