“এত বড় একজন ব্যক্তিত্ব! পরিচালনা ছাড়াও তার ব্যক্তিগত জীবন এবং রাজনৈতিক সত্তাকে ধারণ করতে না পারলে তো চরিত্রটাই অপূর্ণ রয়ে যাবে!’’
Published : 15 May 2024, 09:18 PM
ঢাকা-কলকাতা দুই শহরের সিনেমার দর্শক বা চলচ্চিত্রের খোঁজখবর রাখা মানুষদের কাছে এখন আলোচনায় বড় একটি জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। মৃণাল রূপে তিনি দর্শকদের কতটা ধরে রাখবেন পর্দায়, তাই এখন আলোচনার বিষয়।
ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের বায়োপিকে চঞ্চলের অভিনয়ের খবর পুরনো। কিন্তু সৃজিত মুখার্জির নির্মাণে ‘পদাতিক’ নামের সিনেমাটির টিজার প্রকাশের ঘটনা পুরনো আলোচনাকে উসকে দিয়েছে নতুন করে।
মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার কলকাতার প্রেক্ষাগৃহে প্রকাশ হয় ১ মিনিটি ৩৭ সেকেন্ডের এই টিজার। সেখানে হাজির ছিলেন চঞ্চল।
ভিড়ের মধ্যে অনুরাগীদের মধ্যে অনেকেই চিনতে পেরে এগিয়ে এসে চঞ্চলকে তার ‘কারাগার’ ওয়েব সিরিজ় বা ‘আয়নাবাজি’ সিনেমার জন্য প্রশংসা করেন। কেউ আবার চঞ্চলের সঙ্গে ছবিও তোলেন।
এক ফাঁকে চঞ্চল কথা বলেন পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজারের সঙ্গে।
নন্দনে বড় পর্দায় নিজেকে মৃণাল সেনের চরিত্রে দেখে কেমন মনে হল? চঞ্চল বলেন, “স্বপ্নের মত মনে হচ্ছিল। কাজটা যখন শুরু করি, তখন একটা ভয় কাজ করছিল।ডাবিং করা পর্যন্ত টেনশনে ছিলাম।’’
চঞ্চল জানালেন, লুকসেটের ছবি দেখে তার মনের জোর কিছুটা বেড়েছিল। তারপরেও মৃণালকে নিজর মধ্যে ধারণ করার চ্যালেঞ্জ সহজ ছিল না।
“এত বড় একজন ব্যক্তিত্ব! পরিচালনা ছাড়াও তার ব্যক্তিগত জীবন এবং রাজনৈতিক সত্তাকে ধারণ করতে না পারলে তো চরিত্রটাই অপূর্ণ রয়ে যাবে!”
প্রস্তুতি নিয়ে চঞ্চল বলেন, “শুধু চেহারার মিল থাকলেই হয় না। আরও অনেক কিছু লাগে। কলেজ জীবনে তার অনেক সিনেমা দেখেছি দর্শক হিসেবে। কিন্তু তার চরিত্রে অভিনয় করব বলে যখন পুরনো সিনেমাগুলো আবার দেখলাম, তখন মানুষটাকে নতুনভাবে চিনতে পারলাম।’’
যা কোনো দিন স্বপ্নেও ভাবেননি, পরিচালক সৃজিতের জন্যই সেটা সম্ভব হয়েছে বলে মনে করেন এই অভিনেতা।
তিনি বলেন, “সিনেমার মূল কাজ যখন শুরু হয়, সে সময় আমি আমার বাবাকে হারাই। অভিনয় করার মত মানসিক অবস্থাই ছিল না। সৃজিতদা সাহায্য না করলে কাজটা করতে পারতাম না।”
বায়োপিকে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেত্রী মনামী ঘোষকে। এছাড়া জিতু কমল, করক সামান্তাসহ আরও অনেকে অভিনয় করেছেন।
সৃজিত এর আগে এ বায়োপিক ওয়েব সিরিজ আকারে আনতে চেয়েছিলেন। পরে সিদ্ধান্ত বদলে সিনেমা করেন। গত বছরের জানুয়ারিতে শুরু হয় ‘পদাতিক’ এর শুটিং। কলকাতা, মুম্বাইসহ বেশকিছু স্থানে শুটিং হয়। দেশের বাইরেও কিছু দৃশ্য ধারণ করতে হয়েছে।
প্রেক্ষাগৃহে আসার আগে মৃণালের বায়োপিক ‘পদাতিক’ এর প্রিমিয়ার শো হয়েছে ‘লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে’।
তবে এখনও সিনেমাটির মুক্তির তারিখ জানাননি সৃজিত।