নৌ পুলিশ জানায়, রোববার নদীতে নোঙর করা বাল্কহেড থেকে পড়ে তিনি আতাউর নিখোঁজ হন।
Published : 22 Apr 2025, 03:14 PM
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদী থেকে নিখোঁজ বাল্কহেড শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার মেঘনার তীরবর্তী চরবলাকী এলাকায় ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায় বলে গজারিয়া নৌ পুলিশের এসআই জাহাঙ্গীর জানান।
নিহত মো. আতাউর রহমান (৬০) ঢাকার ধামরাই উপজেলার ফুলতলা কাকরান গ্রামের বাসিন্দা।
এসআই জাহাঙ্গীর বলেন, রোববার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের তেতৈতলা মেঘনাঘাট বাজার সংলগ্ন নদীতে নোঙর করা বাল্কহেড থেকে পড়ে আতাউর রহমান নিখোঁজ হন।
“পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে তার কোনো সন্ধান পায়নি। পরে মঙ্গলবার চরবলাকী সংলগ্ন মেঘনা নদীতে আতাউরের লাশ ভেসে ওঠে।”
তিনি আরও বলেন, স্বজনরা মরদেহ শনাক্ত করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিহত চাচা লোকমান হোসেন বলেন, “ঘটনার পর থেকে আমরা মেঘনা পাড়ে আছি। বাল্কহেডের মালিক পক্ষ লোক পাঠিয়েছে কিন্তু তারা সরেজমিনে এসে আমাদের সঙ্গে কথা বলেনি।”