“জি বাংলায় আমাকে আর দেখা যাবে না। এবার আমি স্টার জলসার; ওখানেই ‘দাদাগিরি’ এবং ‘বিগ বস’ দুটোই শো সঞ্চালনা করব।”
Published : 24 Apr 2025, 11:26 AM
ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’ সিজনের পর সিজন এগিয়েছে ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর হাত ধরে। আগামীতেও এই শোয়ের সঞ্চালনার ভার সৌরভের হাতে থাকলেও বদলেছে চ্যানেল।
সৌরভ আনন্দবাজারকে জানিয়েছেন, এখন থেকে কলকাতার বেসরকারি টেলিভিশন স্টেশন জি বাংলার পরিবর্তে স্টার জলসায় এই শোটি হবে।
তবে কেবল ‘দাদাগিরিতে ’ নয়, আরেকটি রিয়েলিটি শো ‘বিগ বস’ সঞ্চালনার ভারও পড়েছে সাবেক এই ক্রিকেটারে কাঁধে।
সৌরভ বলেছেন ‘দাদাগিরি’ এবং ‘বিগ বস’ দুটি শো দেখাবে স্টার জলসা কর্তৃপক্ষ।
সৌরভ বলেন, “জি বাংলায় আমাকে আর দেখা যাবে না। এবার আমি স্টার জলসার। ওখানেই ‘দাদাগিরি’ এবং ‘বিগ বস’ দুটোই শো সঞ্চালনা করব।”
একই চ্যানেলে দুইটি শো একসঙ্গে সামলাবেন কি করে জানতে চাইলে সৌরভ বলেন, “দাদাগিরির ধরন বদলাতে চলেছে। স্টার জলসার চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো অনুষ্ঠান অন্য রকমভাবে পরিবেশন করতে চান তারা।
“পাশাপাশি, জনপ্রিয় শো ‘বিগ বস’ও আনতে চান তারা। তার সঞ্চালক হিসাবেও আমাকেই ভেবেছেন। নতুন নতুন চ্যালেঞ্জ নিতে খুবই ভাল লাগে। সেই জন্যই রাজি হয়ে গেলাম।”
একেকটি শোয়ের জন্য ১৭ দিন সময় রাখা হয়েছে। দুইটি শো মিলিয়ে ৩৪ দিন সময় দেবেন বলে জানিয়েছেন সৌরভ।
সঞ্চালনার কথা বলতে গিয়ে সৌরভ অতীতে ফিরে যান।
তিনি বলেছেন, দাদাগিরির প্রথম সিজন করার পর তিনি ভেবেছিলাম, পরের সিজনে তিনি আর ডাক পাবেন না।
“ভেবেছিলাম আমাকে দিয়ে হবে না। সেই সময় মা ভরসা দিয়েছিলেন। আমিও চেষ্টা করেছি নিজেকে যতটা ঘষেমেজে তৈরি করা যায়। দর্শক ভালবেসেছেন। তার আমার শো দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন-এই বিষয়টিই আমায় পরিশ্রমী হয়ে উঠতে সাহায্য করেছে। রেটিং চার্টে যখন দেখতাম, আমার রিয়্যালিটি শো ভাল ফল করছে, কী যে আনন্দ হত!”
এদিকে সৌরভের বায়োপিকে অভিনেতা নির্বাচনের খবর এসেছে কদিন আগে।
প্রথমে খবর এসেছিল সৌরভ তার বায়োপিকের চিত্রনাট্য পছন্দ করেছেন, তারপর শোনা গেল সিনেমার চরিত্রাভিনেতা হচ্ছেন রাণবীর কাপুর। পরে সেটিও বাতিল হয়ে অভিনেতা হিসেবে আয়ুষ্মান খুরানাকে নিয়েও প্রতিবেদন প্রকাশ হয়।
এখনকার খবর হল, রাণবীর অথবা বাঁহাতি খুরানা নন, অভিনেতা রাজকুমার রাও ‘দাদা’ হয়ে পর্দায় আসছেন।
সিনেমাটি পর্দায় আসতে এক বছরের বেশি সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন সৌরভ।
অভিনেতাকে নিয়ে সৌরভ বলেন, “রাজকুমার রাও ভীষণ উঁচু দরের অভিনেতা। আমার মতে, রাজকুমার আমার চরিত্র হয়ে উঠতে পারবেন। তাই তাকেই আমার পছন্দ।”
সৌরভের চরিত্রে বাঙালি অভিনেতা বাছাই করার দাবি উঠেছিল গত বছর।
সে প্রসঙ্গে সৌরভ বলেন, “সিনেমাটি ভাষায় বানানো হচ্ছে। সঙ্গে ইংরেজি সাব টেইটেল থাকবে। যাতে সর্ব ভারতীয় স্তরের দর্শক সিনেমা দেখে বুঝতে পারেন। তাই বলিউড থেকে অভিনেতা বাছছি।”