লাইসেন্সটি ব্যবহার করে কাজের জন্য কোনো প্রকার আবেদন করা হয়নি এবং তা বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।
Published : 24 Apr 2025, 02:29 PM
আলোচনার মুখে বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে দুঃখপ্রকাশ করে ফেইসবুকে পোস্ট দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর নিজের ফেইসবুকের ভেরিফাইড একাউন্ট থেকে দেওয়া পোস্টে বাবার ভুলের জন্য ক্ষমা চান তিনি।
লাইসেন্সটি ব্যবহার করে কাজের জন্য কোনো প্রকার আবেদন করা হয়নি এবং ইতোমধ্যে তা বাতিল করা হয়েছে বলেও জানান অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা।
এর আগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়েরের এক ফেইসবুক পোস্টের পর উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা ঠিকাদারি লাইসেন্সের বিষয়টি সামনে আসে।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা।
এর পরই বিষয়টি নিয়ে মুখ খুলেন আসিফ মাহমুদ। বেলা সাড়ে ১১টার দিকে ফেইসবুকে দেওয়া পোস্টে প্রথমেই তিনি তার বাবার ভুলের জন্য ক্ষমা চান।
পোস্টে তিনি লেখেন, “প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি।
“গতকাল রাত ৯টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলেন। বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ের (জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার এর কার্যালয় থেকে ইস্যুকৃত) একটি লাইসেন্স করেছেন। বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম।
“তিনি পোস্ট করলেন, নিউজও হলো গণমাধ্যমে। নানা আলোচনা-সমালোচনা হচ্ছে তাই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজনবোধ করলাম।”
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এ উপদেষ্টা আরো বলেন, “আমার বাবা আকুবপুর ইয়াকুব আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন। বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন।”
রাষ্ট্রের যেকোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যেকোনো লাইসেন্স করতেই পারেন দাবি করে আসিফ মাহমুদ বলেন, “তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই কনফ্লিক্ট অব ইন্টারেস্ট। বিষয়টি বোঝানোর পর আজ বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে।বাবা হয়তো কনফ্লিক্ট অব ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি, সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি।”
ফেইসবুক পোস্টের সঙ্গে লাইসেন্স বাতিলের আদেশের কপিও সংযুক্ত করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।