কাবাডি
শুরুতে খেলা জমিয়ে তুললেও শেষ দিকে স্বাগতিকদের সঙ্গে পেরে ওঠেনি মেয়েরা।
Published : 24 Apr 2025, 05:58 PM
আগের ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে স্বাগতিক নেপালের চোখে চোখ রেখে লড়াই করলেন শ্রাবণী-বৃষ্টিরা। কিন্তু দ্বিতীয়ার্ধে ছন্দ হারিয়ে হেরে গেল বাংলাদেশ।
লোলিতপুরের সাতদোবাতোয় বৃহস্পতিবার কাবাডি ম্যাচে ২১-১৭ পয়েন্টে হেরেছে বাংলাদেশ। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখে ৩-১ ব্যবধানে নিজেদের করে নিল নেপাল।
শুরু থেকে লড়াই জমিয়ে তোলে বাংলাদেশ। ১০-৯ ব্যবধানে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে তারা।
দ্বিতীয়ার্ধে এক পর্যায়ে ১৩-১৩ সমতা ছিল স্কোরলাইনে। এরপর সময় গড়ানোর সাথে ছন্দ হারাতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত চার পয়েন্ট ব্যবধান ধরে রেখে জয় তুলে নেয় স্বাগতিকরা।
প্রথম দুই ম্যাচ হেরে পিছিয়ে পড়া বাংলাদেশ তৃতীয় ম্যাচ জিতে সিরিজে ঘুরে দাঁড়ানোর আশা জাগিয়েছিল। এক ম্যাচ পরই সেই আশা শেষ হয়ে গেল।
পাঁচ ম্যাচের সিরিজের শেষ ম্যাচটি একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে শুক্রবার।