সিসিটিভি ভিডিও, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখে জড়িতদের শনাক্ত করা হয়েছে, বলেন চান্দগাঁও থানার ওসি।
Published : 24 Apr 2025, 09:27 PM
চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ব্যাটারিচালিত রিকশা চালকদের সংঘর্ষের ঘটনায় ৩৩ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
নগরীর চান্দগাঁওসহ বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, সংঘর্ষের ঘটনায় বিভিন্ন সিসিটিভি ভিডিও, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখে জড়িতদের শনাক্ত করা হয়েছে। পরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ওসি আফতাব বলেন, সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় চান্দগাঁও থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশ একটি মামলাও করেছে।
চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযানে বুধবার চালকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর আড়াই ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে চান্দগাঁও ‘বাহির সিগন্যাল’ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আগের খবর:
চট্টগ্রামে ব্যাটারি রিকশাচালকদের সড়ক অবরোধ, সংর্ঘষ