মিথ্যা কথা বলে ওই কিশোরীকে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন খোকন।
Published : 23 Apr 2025, 06:06 PM
চট্টগ্রামে দুই বছর আগে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন।
দণ্ডিত খোকন উদ্দিন (২৩) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একটি ইউনিয়নের বাসিন্দা।
রায় ঘোষণার সময় আসামি খোকন আদালতে উপস্থিত ছিলেন, পরে তাকে কারাগারে পাঠানো হয়।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি খোকন উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
“পাশাপাশি আদালত আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।”
মামলার নথি থেকে জানা যায়, আসামি খোকন উদ্দিনের প্রতিবেশী ছিল কিশোরী। ২০২৩ সালের ৯ মে ওই কিশোরীর বাড়িতে গিয়ে খোকন বলে, তাকে তার মা ডাকছে।
কিন্তু খোকনের বাড়িতে গিয়ে কাউকে দেখতে না পেয়ে ওই কিশোরী সেখান থেকে চলে আসতে চাইলে খোকন তাকে বাধা দেন। এরপর ওই কিশোরীকে ধর্ষণ করেন খোকন।
এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) ধারায় খোকনকে একমাত্র আসামি করে মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র জমা দিলে ২০২৪ সালের ৪ জানুয়ারি আসামি খোকনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।
এ মামলায় ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার আদালত রায় দেয়।