“বর্ডারটা একটু ডিফিকাল্ট বর্ডার। আমরা মিয়ানমারের সাথে যোগাযোগ করি, কিন্তু বর্ডারটা দখল করে আছে আরাকান আর্মি।
Published : 23 Apr 2025, 06:36 PM
সম্প্রতি বান্দরবানে সাংগ্রাই উৎসবে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যদের অংশগ্রহণের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এর সবটা যেমন সত্যি নয়, আবার মিথ্যাও নয়।
মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসা আরাকান আর্মি বাংলাদেশ সীমান্ত লাগোয়া বিশাল এলাকাজুড়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।
এমন অবস্থায় দেশটির সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্যে আরাকান আর্মিকেও আর্থিক সুবিধা দিতে হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা।
সম্প্রতি বান্দরবানের থানচি ইউনিয়নে সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যদের সাংগ্রাই উৎসব পালনের কিছু ভিডিও ছড়িয়ে পড়ে। যে খবর বিভিন্ন গণমাধ্যমেও এসেছে।
এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “যেভাবে ভিডিওতে আসছে সেটা এমন নয়। টিকটক ভিডিও অনেকভাবে করা যায়, সবটা যে সত্য এটাতো না, আবার সবটা যে মিথ্যা তাও না। এক্ষেত্রে আপনাদের ব্যালেন্স করতে হবে।”
তিনি বলেন, “আরাকান আর্মি এখানে ফাইট করতেছে অনেকদিন যাবৎ। এপারেও অনেকেই বিয়েটিয়ে করে ফেলছে- এটা নিয়ে অস্বীকার করার কিছু নাই। বর্ডারটা একটু ডিফিকাল্ট বর্ডার। আমরা মিয়ানমারের সাথে যোগাযোগ করি, কিন্তু বর্ডারটা দখল করে আছে আরাকান আর্মি।
“মিয়ানমার থেকে কিছু এক্সপোর্ট-ইমপোর্ট করতে হলে মিয়ানমারকেও ট্যাক্স দিতে হয়, আবার আরাকান আর্মিতে যারা আছে তারাও পয়সা নিচ্ছে। এক্ষেত্রে একটা সমস্যাতো আছে, এটা আপনাদের বুঝতে হবে। এ সমস্যাটা সমাধান করার জন্য চেষ্টা করা হচ্ছে।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী অপহরণসহ শান্ত পাহাড় হঠাৎ অশান্ত কেন সাংবাদিকদের এমন প্রশ্নে সাবেক এই সেনা কর্মকর্তা দাবি করেন, পাবর্ত্য অঞ্চল আগের চেয়েও শান্ত।
“আমি পাহাড়ে তিনবার চাকরি করছি। পাহাড়ের অশান্তিতো আপনারা দেখেনই নাই। এখন ওই তুলনায় বলতে গেলে পুরাটা শান্ত। ওই ছোটখাট অপহরণতো প্লেইন ল্যান্ডেও হচ্ছে, খালি পাহাড়ের কেন দোষ দেন? পাহাড় আগের চেয়ে অনেকটা শান্ত আছে।”
নিজের চাকরি জীবনের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি যখন বাঘাইহাটে ছিলাম তখন ল্যান্ড মাইন দিয়ে পিকআপ উল্টে দিছে। তিন/চার জন করে মারা গেছে। তখনতো এ খবরগুলো আসেওনি, ওই এলাকায় এক্সসেইবিলিটিও ছিল না। বাট এখনতো আল্লাহয় দিলে ওই রাস্তা দিয়ে পর্যটকরা সাজেক চলে যাচ্ছেন।”
সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের রাউজান উপজেলায় খুন-সন্ত্রাস যাওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা বলেন, “ফটিকছড়ি, রাউজান, পটিয়া, সাতকানিয়া এলাকা হল পাহাড় এবং সমতল দুইটার সংমিশ্রন । এ চট্টগ্রাম ডিভিশনে পাহাড়, সমতল, সমুদ্র সব পড়েছে। অন্যান্য এলাকার চেয়ে এখানকার সমস্যা একটু ডিফরেন্ট। সন্ত্রাসীরা অপকর্ম করে পাহাড়ের দিকে চলে যায়।”
রাউজানের বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের উদ্দেশে বলেন, “যে ঘটনা ঘটে সেটার সত্যটা অবশ্যই প্রকাশ করে দেবেন। এটাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। অনেক সময় আছে, দুই একজনে… ঘটনাটা সত্য না, কিন্তু প্রকাশ করে দেয়।
“সেসময় ইনভেস্টিগেশন করে দেখা যায় ঘটনা সত্য নয়, সেটা অসুবিধা হয়। সাথে পাশ্ববর্তী দেশের সাংবাদিকরা সুবিধাটা নেয়। তারা কিন্তু মিথ্যা সংবাদ বেশি পরিবেশন করে। এক্ষেত্রে আপনাদের একটা সুনাম আছে আপনারা সত্য সংবাদ সবসময় দিয়ে যান।”
এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়া উদ্দিন, চট্টগ্রাম রেঞ্চের ডিআইজি আহসান হাবিব পলাশ উপস্থিতি ছিলেন।