লা লিগা
লিগ টেবিলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান ফের চার পয়েন্টে নামিয়ে আনল কার্লো আনচেলত্তির দল।
Published : 24 Apr 2025, 03:33 AM
কোপা দেল রের ফাইনাল সামনে রেখে নিয়মিতদের অনেককে বেঞ্চে রেখেও গেতাফের বিপক্ষে প্রথমার্ধে বেশ ভালো খেলল রেয়াল মাদ্রিদ। দুর্দান্ত একটি গোল উপহার দিলেন তরুণ তুর্কি আর্দা গিলের। বিরতির পর অনেক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারল না গেতাফে। বার্সেলোনার সঙ্গে ব্যবধান আবার চার পয়েন্টে নামিয়ে আনল কার্লো আনচেলত্তির দল।
প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে লা লিগার ম্যাচটি ১-০ গোলে জিতেছে শিরোপাধারীরা।
৩৩ ম্যাচে ২২ জয় ও ৬ ড্রয়ে ৭২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রেয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে চূড়ায় বার্সেলোনা।
কোপা দেল রের ফাইনালে আগামী শনিবার সেভিয়ায় মুখোমুখি হবে এই দুই দল। এরপর ১১ মে লিগের ফিরতি ক্লাসিকো হবে বার্সেলোনার মাঠে, যেটিকে মনে করা হচ্ছে শিরোপা নির্ধারক।
আথলেতিক বিলবাওকে ১-০ গোলে হারানো ম্যাচ থেকে গেতাফের বিপক্ষে ছয়টি পরিবর্তন আনেন রেয়াল কোচ আনচেলত্তি। চোটের কারণে এই ম্যাচে কিলিয়ান এমবাপের না খেলার কথা জানা গিয়েছিল আগেই। আন্টোনিও রুডিগার, জুড বেলিংহ্যাম, এদুয়ার্দো কামাভিঙ্গা, লুকা মদ্রিচ, দানি সেবাইয়োস, রদ্রিগোকে রাখা হয় বেঞ্চে। দুই তরুণ গিলের ও এন্দ্রিককে শুরুর একাদশে রাখেন কোচ।
দ্বিতীয় মিনিটে সুযোগ পেয়ে যায় গেতাফে। বক্সে ভালো পজিশনে বল পেয়েও দুর্বল শট নেন লুইস, ঝাঁপিয়ে অনায়াসে ঠেকান গোলরক্ষক থিবো কোর্তোয়া।
গুছিয়ে উঠতে একটু সময় নেওয়া রেয়াল ষষ্ঠ মিনিটে প্রথম সুযোগ পায়। গিলেরের থ্রু বল বক্সে পান ফেদেরিকো ভালভের্দে। গোলরক্ষকের ওপর দিয়ে তার চিপ শট লক্ষ্যে থাকেনি।
ষোড়শ মিনিটে আরেকটি সুযোগ পায় গেতাফে। হুয়ানের ক্রসে দূরের পোস্টে হেড লক্ষ্যে রাখতে পারেননি অরক্ষিত বোরহা মায়োরাল।
দুই মিনিট পর ডান দিক দিয়ে দারুণ এক আক্রমণ শাণায় রেয়াল। ভিনিসিউস জুনিয়রের কাট-ব্যাকে ফ্রান গার্সিয়ার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক দাভিদ সরিয়া।
২১তম মিনিটে গিলেরের চমৎকার গোলে এগিয়ে যায় রেয়াল। এ যাত্রায় প্রথম দফায় সুযোগ পান ব্রাহিম দিয়াস, তার প্রচেষ্টা ঠেকান গোলরক্ষক। পরক্ষণে বক্সের বাইরে বল পেয়ে জায়গা বানিয়ে ২০ গজ দূর থেকে জোরাল শট নেন তুরস্কের মিডফিল্ডার গিলের, গোলরক্ষক ঝাঁপিয়ে বলে হাত ছোঁয়ালেও জালে যাওয়া ঠেকাতে পারেননি।
৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত। বক্সের বাইরে ভিনিসিউসকে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন এন্দ্রিক, ফিরতি পাস পেয়ে তার শট সরিয়া ঠেকিয়ে দিলেও বল জালে জড়াতে যাচ্ছিল, শেষ মুহূর্ত গোললাইন থেকে ক্লিয়ার করেন এক ডিফেন্ডার।
৫৮তম মিনিটে সমতায় ফেরার ভালো সুযোগ পায় গেতাফে। বক্সের ভেতর থেকে আলভারো রদ্রিগেসের হেড ক্রসবারের ওপর দিয়ে যায়। ৬১তম মিনিটে ব্রাহিম দিয়াসের শট ঠেকান সরিয়া।
লা লিগায় প্রথমবার শুরুর একাদশে সুযোগ পাওয়া এন্দ্রিককে ৬৪তম মিনিটে তুলে নিয়ে বেলিংহ্যামকে নামান কোচ। ৬৭তম মিনিটে ভিনিসিউসের শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন সরিয়া।
৭২তম মিনিটে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ হারান মাউরো আরামবারি। বক্সে ফাঁকায় বল পেয়ে বাইরে মারেন ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার।
পরের মিনিটে ভিনিসিউসকে তুলে রদ্রিগোকে, পাঁচ মিনিট পর গিলেরের জায়গায় সেবাইয়োসকে নামান আনচেলত্তি।
নির্ধারিত সময়ের শেষ দিকে ফাউলের শিকার হয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন কামাভিঙ্গা, কোপা দেল রের ফাইনালের আগে রেয়ালের জন্য যা হতে পারে দুশ্চিন্তার কারণ।
যোগ করা সময়ের প্রথম মিনিটে আরেকটি সুযোগ পায় গেতাফে। কাছ থেকে ফেদেরিকোর প্রচেষ্টা রুখে দেন কোর্তোয়া। একেবারে শেষ মুহূর্তে রদ্রিগেসের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দলের মূল্যবান তিন পয়েন্ট নিশ্চিত করেন বেলজিয়ান তারকা।
৩৩ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে গেতাফে।