পিএসএল
এবারের পিএসএলে চার ম্যাচ খেলে এই প্রথম কোনো উইকেট পেলেন না রিশাদ, টানা দ্বিতীয় হারের তেতো স্বাদ পেল তার দল লাহোর কালান্দার্স।
Published : 25 Apr 2025, 12:53 AM
অল্প পুঁজি নিয়ে প্রথম দুই ওভারে দুই উইকেট তুলে নিলেও প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখতে পারল না লাহোর কালান্দার্স। তেমন কিছু করে দেখাতে পারলেন না রিশাদ হোসেনও। বিবর্ণ পারফরম্যান্সে টানা দ্বিতীয় হার সঙ্গী হলো তাদের।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বৃহস্পতিবার পেশাওয়ার জালমির কাছে ৭ উইকেটে হারে লাহোর। তাদের ১২৯ রান ২০ বল হাতে রেখেই পেরিয়ে যায় বাবর আজমের দল।
ব্যাট হাতে একটি করে চার ও ছক্কায় ১৩ বলে ১৩ রানের পর বোলিংয়ে দুই ওভারে ১৮ রান দিয়ে কোনো উইকেট পাননি রিশাদ। আসরে চার ম্যাচ খেলে এবারই প্রথম কোনো উইকেট পেলেন না বাংলাদেশের এই লেগ স্পিনার।
নিজের প্রথম তিন ম্যাচে তিনি উইকেট নেন ৮টি। প্রথম দুই ম্যাচে দারুণ বোলিংয়ে ৩১ ও ২৬ রানে ৩টি করে উইকেট নেওয়ার পর তৃতীয়টিতে ২টি শিকার ধরেন ৪৫ রান দিয়ে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ছোট পুঁজি নিয়ে প্রথম দুই ওভারে সাইম আইয়ুব ও টম কোলার-ক্যাডমোরকে ফিরিয়ে লাহোরকে ভালো শুরু এনে দেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
নবম ওভারে বল হাতে পান রিশাদ, পেশাওয়ারের রান তখন ৩ উইকেটে ৬৫। প্রথম দুই বলে আসে দুটি সিঙ্গল। তৃতীয় বল অফ স্টাম্পের বাইরে পেয়ে এক্সট্রা কাভার দিয়ে চার মারেন বাবর। পরের বলে তিনি নেন এক রান। শেষ দুই বলে কোনো রান নিতে পারেননি হুসাইন তালাত। ওভারে আসে মোট ৭ রান।
নিজের পরের ওভারে রিশাদ দেন ১১ রান। প্রথম তিন বলে চার রানের চতুর্থটিতে বাউন্ডারি মারেন তালাত, শেষ দুই বলে আসে তিন রান।
এরপর আর বোলিং পাননি তিনি। অপরাজিত ফিফটিতে পেশাওয়ারের জয় নিয়ে ফেরেন বাবর (৪২ বলে ৫৬) ও তালাত (৩৭ বলে ৫১)।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে নিয়মিত উইকেট হারায় লাহোর। পাওয়ার প্লের মধ্যেই হারিয়ে ফেলে তারা পাঁচ ব্যাটসম্যানকে।
আট নম্বরে যখন ব্যাটিংয়ে নামেন রিশাদ, তখন ৬ উইকেটে ৪৪ রানের ধ্বংসস্তূপে তার দল।
প্রথম আট বলে স্রেফ দুই রান করা রিশাদ পরের তিন বলের মধ্যে একটি করে ছক্কা ও চার মারেন তালাতকে। পরের ওভারে আলজারি জোসেফের অফ স্টাম্পের বাইরের বলে কিপারের দারুণ ক্যাচে বিদায় নেন তিনি।
সিকান্দার রাজার ৩৭ বলে ৫২ রানের সুবাদে কোনোমতে ১২৯ রান করতে পারে লাহোর।
আসরে পাঁচ ম্যাচে লাহোরের তৃতীয় হার এটি।