জাতীয় লিগে ভালো পারফরম্যান্সের পর ঢাকা প্রিমিয়ার লিগে রানের জোয়ার বইয়ে দিয়ে বাংলাদেশের টেস্ট দলে ফিরলেন এনামুল হক, টেস্ট দলে প্রথমবার জায়গা পেলেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।
Published : 23 Apr 2025, 09:49 PM
চলতি ঢাকা প্রিমিয়ার লিগে অসাধারণ ফর্মে আছেন এনামুল হক। তবে শুধু ৫০ ওভারের ক্রিকেটে নয়, বড় দৈর্ঘ্যের ক্রিকেটের আসর জাতীয় লিগেও এবার তিনি ছিলেন সফল। সাফল্যের সেই যুগলবন্দি তাকে ফিরিয়ে আনল বাংলাদেশের টেস্ট দলে।
জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন এনামুল। দলের আরেকটি পরিবর্তনকে কিছুটা চমকই বলতে হবে। প্রথমবার টেস্ট স্কোয়াডে জায়গা করে নিয়েছেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।
সিলেট টেস্টের স্কোয়াড থেকে না খেলেই বাদ পড়েছেন ওপেনার জাকির হাসান। ফাস্ট বোলার নাহিদ রানার স্কোয়াডের বাইরে যাওয়া নিশ্চিত ছিল আগেই। তিনি খেলতে যাবেন পাকিস্তান সুপার লিগে।
নাহিদের জায়গায় তানভিরকে নেওয়ার সিদ্ধান্ত বেশ কৌতূহল জাগানিয়া। স্কোয়াডে স্পিনারের সংখ্যা বেড়ে দাঁড়াল চার জন। চট্টগ্রাম টেস্টের উইকেট নিয়ে সম্ভাব্য ধারণাও মিলতে পারে এতে।
এবারই প্রথম টেস্ট দলে জায়গা পেলেন তানভির। এরই মধ্যে জাতীয় দলের হয়ে চারটি টি-টোয়েন্টি খেলে ফেলেছেন ২৮ বছর বয়সী স্পিনার। প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও পর্যন্ত ৪১ ম্যাচ খেলে তার শিকার ১৩৪ উইকেট। ইনিংসে ৫ উইকেট আছে ৬ বার। সেরা বোলিং ৫১ রানে ৮ উইকেট। গত জাতীয় ক্রিকেট লিগে অবশ্য তেমন ভালো করতে পারেননি। ৭ ম্যাচে নেন ১৫ উইকেট।
তবে ২০২৩ সালের জাতীয় লিগে বেশ ভালো পারফরম্যান্স ছিল তার। বরিশাল বিভাগের হয়ে ৫ ম্যাচে উইকেট নেন ২৫টি। ২০১৯ সালে আফগানিস্তান ও ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে বাংলাদেশ 'এ' দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে তার।
এনামুল টেস্ট দলে ডাক পেলেন প্রায় তিন বছর পর। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে এই সংস্করণে সবশেষ খেলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান। দুই ইনিংসে ২৩ ও ৪ রান করে বাদ পড়ে যান লম্বা সময়ের জন্য।
২০১৩ সালে টেস্ট অভিষেকের পর কখনোই নিজের জায়গা পাকা করতে পারেননি এনামুল। প্রায় ৯ বছরে মাত্র ৫টি টেস্ট খেলতে পেরেছেন তিনি। ১০ ইনিংসে ১০ গড়ে তার সংগ্রহ মোটে ১০০ রান। সর্বোচ্চ ইনিংস ২৩ রানের।
চলতি প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে ১৪ ইনিংসে ৪টি করে ফিফটি ও সেঞ্চুরিতে তার সংগ্রহ ৮৭৪ রান। আর কেউ এখন পর্যন্ত সাতশ রানও করতে পারেননি। ঢাকা প্রিমিয়ার লিগে তার দুর্দান্ত ফর্মের কথা উল্লেখ করা হয়েছে বিসিবির বিবৃতিতে।
জাতীয় লিগের লাল বলের ক্রিকেটেও অবশ্য ছন্দে ছিলেন এনামুল। গত লিগে খুলনার হয়ে ১৩ ইনিংসে ১ সেঞ্চুরির সঙ্গে ৬ ফিফটিতে ঠিক ৭০০ রান করেন তিনি। টুর্নামেন্টে তার চেয়ে বেশি রান করেছিলেন শুধু অমিত হাসান (৭৮৫)।
এনামুলকে জায়গা করে দিতে বাদ পড়লেন জাকির। ওয়েস্ট ইন্ডিজ সফরের দ্বিতীয় টেস্টের মতো সদ্য সমাপ্ত সিলেট টেস্টেও একাদশের বাইরে ছিলেন বাঁহাতি ওপেনার। সুযোগ পাওয়া সবশেষ ম্যাচে ১৫ ও শূন্য রানে আউট হন তিনি। সব মিলিয়ে সবশেষ ১৩ ইনিংস ধরে ফিফটি নেই তার। তবু ম্যাচ না খেলিয়েই বাদ দেওয়ায় প্রশ্নের অবকাশ থেকেই যাচ্ছে।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে (আগের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম) আগামী সোমবার শুরু হবে দ্বিতীয় টেস্ট।
বাংলাদেশ টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভির ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, তানজিম হাসান।
নতুন: তানভির ইসলাম
ফেরা: এনামুল হক।
ছুটি: নাহিদ রানা।
বাদ: জাকির হাসান।